ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভালুকায় শহীদ তোফাজ্জল হোসেনের হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত Logo ভালুকায় বিরুনীয়া অটো টেম্পু সিএনজি, মাহিন্দ্র শ্রমিক ইউনিয়ন ১৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন  Logo বিদেশে যেতে ইচ্ছুকদের বিষয়ে সতর্কতা জারি Logo অনুব্রত মণ্ডলকে ফোন মুখ্যমন্ত্রীর! Logo ভারতের কেন্দ্রীয় বাজেট অধিবেশন নিয়ে তৃণমূল নেতা স্বপন দত্তের বক্তব্য ২৫০-এর বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে Logo আবারও বড়োসড়ো ভাঙ্গন কংগ্রেসে Logo “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মাফিয়া”: শুভেন্দু অধিকারী Logo “মুখে ধর্মের কথা না বলে মানুষ যাতে ধর্ম টা ঠিক করে পালন করতে পারে তার ব্যবস্থা করুন”: ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক Logo মেয়রকে ডাকুন’, ট্যাংরায় বেআইনি নির্মাণ ভাঙতে গেলে উত্তেজনা Logo ৯-ম দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো চুঁচুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে উপস্থিত পৌরপ্রধান ও জেলা সদর মহকুমা শাসক

নড়াইলের মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় আনন্দ -উল্লাস॥ পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় আনন্দ -উল্লাস॥ পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ। ক্রিকেট তারকা মাশরাফী বিন মার্ত্তজা হুইপ মনানীত হওয়ায় নড়াইলে আনদ-উল্লাস, পটকা,আতশবাজি ও মিষ্টি বিতরণ করেছে আ’লীগ,অঙ্গ ও সহযাগী সংগঠনের নেতা-কর্মীরা। হুইপ হবার খবর জানার পর সন্ধ্যার পর শহরের নড়াইল চৌরাস্তা,রপগঞ্জ বাসষ্টান্ড এলাকার দলীয় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং পটকা ও আতশবাজি ফুটিয় আনন্দ উল্লাস করে। এ সময় নেতা-কর্মীরা এক প্রতিক্রিয়ায় বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনে একটি ভূমিকা রাখলেও এখান থেকে কেউ কখনও মন্ত্রী হননি । সেখানে মাশরাফী হুইপ নির্বাচিত হওয়ায় তারা খুশী।
জানা যায়,নড়াইল বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। নড়াইল-২ (নড়াইল সদর আংশিক ও লাহাগড়া উপজলা) আসন থেকে সংসদ নির্বাচন ১৯৭০, ৭৩, ৯১, ৯৬, ২০০১, ২০০৮,২০১৪ সালে এ আসনে নৌকা প্রতিক বিজয়ী হয়। এরপর ২০১৮ এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নড়াইল-০২ আসন থেকে এমপি মাশরাফী বিন মার্ত্তজা বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন।
জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বলেন,মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় তাৎক্ষনিকভাবে আমরা শহরে মিষ্টি বিতরণ,পটকা ও আতশবাজি ফুটিয়ে আনন্দ করছি। এ উপলক্ষে বুধবার (২৪ জানুয়ারী) শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গণ মিছিল বের করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চদ্র বোস এক প্রতিক্রিয়ায় বলেন,এ পর্যন্ত নড়াইল থেকে মন্ত্রী কেউ নির্বাচিত হয়নি। নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা হুইপ মনোনীত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত । তবে আমাদর আশা সে মন্ত্রী হবে।

ট্যাগস :
Translate »

নড়াইলের মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় আনন্দ -উল্লাস॥ পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ

আপডেট সময় : ১১:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় আনন্দ -উল্লাস॥ পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ। ক্রিকেট তারকা মাশরাফী বিন মার্ত্তজা হুইপ মনানীত হওয়ায় নড়াইলে আনদ-উল্লাস, পটকা,আতশবাজি ও মিষ্টি বিতরণ করেছে আ’লীগ,অঙ্গ ও সহযাগী সংগঠনের নেতা-কর্মীরা। হুইপ হবার খবর জানার পর সন্ধ্যার পর শহরের নড়াইল চৌরাস্তা,রপগঞ্জ বাসষ্টান্ড এলাকার দলীয় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং পটকা ও আতশবাজি ফুটিয় আনন্দ উল্লাস করে। এ সময় নেতা-কর্মীরা এক প্রতিক্রিয়ায় বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনে একটি ভূমিকা রাখলেও এখান থেকে কেউ কখনও মন্ত্রী হননি । সেখানে মাশরাফী হুইপ নির্বাচিত হওয়ায় তারা খুশী।
জানা যায়,নড়াইল বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। নড়াইল-২ (নড়াইল সদর আংশিক ও লাহাগড়া উপজলা) আসন থেকে সংসদ নির্বাচন ১৯৭০, ৭৩, ৯১, ৯৬, ২০০১, ২০০৮,২০১৪ সালে এ আসনে নৌকা প্রতিক বিজয়ী হয়। এরপর ২০১৮ এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নড়াইল-০২ আসন থেকে এমপি মাশরাফী বিন মার্ত্তজা বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন।
জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বলেন,মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় তাৎক্ষনিকভাবে আমরা শহরে মিষ্টি বিতরণ,পটকা ও আতশবাজি ফুটিয়ে আনন্দ করছি। এ উপলক্ষে বুধবার (২৪ জানুয়ারী) শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গণ মিছিল বের করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চদ্র বোস এক প্রতিক্রিয়ায় বলেন,এ পর্যন্ত নড়াইল থেকে মন্ত্রী কেউ নির্বাচিত হয়নি। নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা হুইপ মনোনীত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত । তবে আমাদর আশা সে মন্ত্রী হবে।