নকলায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৫:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
ববি রানী রায়,স্টাফ রিপোর্টার:
“তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শেরপুরের নকলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) সকালে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পুনরায় সেখানে এসে শেষ হয়।
অতপঃর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কাশেম, সরকারি হাজী জালমামুদ কলেজের উপাধ্যক্ষ আলতাব আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা তামাকমুক্ত দেশ গড়তে তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরার পাশাপাশি তামাক নিয়ন্ত্রন রাখতে সরকারী সকল দপ্তরের পাশাপাশি সুশীল সমাজকে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় আমন্ত্রিত অতিথি সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নকলা প্রেস ক্লাবের
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।