ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফটিকছড়িতে ডলু স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু। Logo মাসের মধ্যে ২ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি ববি ছাত্রদলের Logo বিরামপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন Logo যৌথবাহিনীর আভিযানে দিঘলিয়ায় অস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা গ্রেফতার Logo শেরপুরে নিখোঁজ ৭ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার, প্রেমিকাসহ গ্রেফতার ৩ Logo রেশন ও স্বাস্থ্য কার্ড এর নামে প্রতারণা, ৬ জনকে অর্থদন্ড Logo বিরামপুরে সন্তানের খোঁজে ব্যাস্ত মা, পাশের পুকুরে ভেসে উঠলো লাশ Logo ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত। Logo ভালুকায় মাদকদ্রব্যসহ বাংলা টিভির প্রতিনিধি গ্রেফতার Logo ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল

ধর্ষণ মামলার বাদীকে হত্যা মামলার আরও ৬ আসামি গ্রেফতার

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;
  • আপডেট সময় : ০৬:১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে


রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ মামলার বাদী সেলিনা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় পালাতক আরও ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি টিম ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

আজ (২৪ জানুয়ারি) বুধবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর উপ-পরিচালক মো.আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন- আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামের চান মিয়া ফকিরের ছেলে মো. নূরুল হক(৩৮), মো. সম্রাট মিয়া (৫০), সামছুল হক (৪৫), একই গ্রামের কালাম উদ্দিন মুন্সির ছেলে মো. মাসুদ মিয়া (৩০), গিয়াস উদ্দিনের ছেলে মো. হিমন মিয়া (৩০) ও নূর মিয়ার ছেলে মো. রোকন মিয়া (৩০)।

এর আগ ২১ জানুয়ারি দুইজনকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত দুইজন হচ্ছেন, একই গ্রামের শাহজাহানের ছেলে মো. অসীম (২৫) ও মো. রাজু মিয়া (২৩)। এ নিয়ে এই মামলায় মোট আট জন গ্রেফতার হলো।

ময়মনসিংহ র‍্যাব-১৪ এর উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপন করে ছদ্মবেশে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদেরকে আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বরাতে র‍্যাব জানায়, আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামের সেলিনা আক্তার ও তার স্বামী খোকন মিয়ার সঙ্গে অসীম, রাজু, মাসুদসহ কয়েকজনের জমির বিরোধ ছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিক মামলাও ছিল। গত ডিসেম্বরে সেলিনা তাদের পাঁচজনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেন।

এর জেরে গত ৩ জানুয়ারি রাতে অসীম ও রাজুসহ কয়েকজন দেশি অস্ত্র নিয়ে সেলিনার বাড়ির দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর তারা সেলিনাকে উঠানে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেলিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন। গত ৪ জানুয়ারি ভোরে সেলিনা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মারা যান।

এ ঘটনায় ৮ জানুয়ারি নিহতের ননদ বেদেনা আক্তার বাদী হয়ে অসীম ও রাজু, মাসুদসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
Translate »

ধর্ষণ মামলার বাদীকে হত্যা মামলার আরও ৬ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৬:১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪


রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ মামলার বাদী সেলিনা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় পালাতক আরও ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি টিম ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

আজ (২৪ জানুয়ারি) বুধবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর উপ-পরিচালক মো.আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন- আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামের চান মিয়া ফকিরের ছেলে মো. নূরুল হক(৩৮), মো. সম্রাট মিয়া (৫০), সামছুল হক (৪৫), একই গ্রামের কালাম উদ্দিন মুন্সির ছেলে মো. মাসুদ মিয়া (৩০), গিয়াস উদ্দিনের ছেলে মো. হিমন মিয়া (৩০) ও নূর মিয়ার ছেলে মো. রোকন মিয়া (৩০)।

এর আগ ২১ জানুয়ারি দুইজনকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত দুইজন হচ্ছেন, একই গ্রামের শাহজাহানের ছেলে মো. অসীম (২৫) ও মো. রাজু মিয়া (২৩)। এ নিয়ে এই মামলায় মোট আট জন গ্রেফতার হলো।

ময়মনসিংহ র‍্যাব-১৪ এর উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপন করে ছদ্মবেশে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদেরকে আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বরাতে র‍্যাব জানায়, আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামের সেলিনা আক্তার ও তার স্বামী খোকন মিয়ার সঙ্গে অসীম, রাজু, মাসুদসহ কয়েকজনের জমির বিরোধ ছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিক মামলাও ছিল। গত ডিসেম্বরে সেলিনা তাদের পাঁচজনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেন।

এর জেরে গত ৩ জানুয়ারি রাতে অসীম ও রাজুসহ কয়েকজন দেশি অস্ত্র নিয়ে সেলিনার বাড়ির দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর তারা সেলিনাকে উঠানে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেলিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন। গত ৪ জানুয়ারি ভোরে সেলিনা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মারা যান।

এ ঘটনায় ৮ জানুয়ারি নিহতের ননদ বেদেনা আক্তার বাদী হয়ে অসীম ও রাজু, মাসুদসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।