ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভালুকায় অসহায় পঙ্গু যুবককে হুইল চেয়ার ও নগত অর্থ ও বাজার সামগ্রী উপহার দিলেন বিএনপি নেতা মোস্তাফিজ মামুন Logo ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  Logo লক্ষীপুর জেলায় অতিবৃষ্টি ও বন্যায় কৃষি খাতে প্রায় ২২৮ কোটি টাকার ক্ষতি Logo গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত Logo ভোলার সাবেক এমপি মুকুলের বিরুদ্ধে মামলা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা Logo ময়মনসিংহের সিএনজি অটোরিকশা চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার… Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট…

ধর্মপাশায় একই ঘরে দেয়াল দিয়ে জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নুর রহমান তুষার, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে

নুর রহমান তুষার
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় বাদশাগঞ্জ বাজারে দেয়াল উঠিয়ে ভূমি দখলের অভিযোগ উঠেছে।

সমাধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আনোয়ার মিয়া ওরফে আনার মিয়া।

আনোয়ার মিয়া ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়নের উত্তর বীর গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত সোনা মিয়া উত্তর বীর গ্রামের বাসিন্দা।
শনিবার বিকালে বাদশাগঞ্জ বাজারে হাওর টিভি ২৪ এর অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ধর্মপাশা উপজেলার বৌলাম মৌজাস্থিত আরএস খতিয়ানে নং ৪৯৯ নামজারী খতিয়ান নং ৭৪৬ দাগ নং ৭৯৮, পরিমান (০ ১৬৭)১ শতাংশ ৬৭ সহস্রাংশ ভিট রকম ভূমি খরিদ করা হয় ১৫-০৬-২০১৫ ইং সনে খরিদ করা হয়।

পরে (০.১৬৬) এক শতাংশ ছেষট্টি সহস্রাংশ ভিট রকম ভূমি খরিদ করা হয় ১৬-০১-২০১৯ ইং সনে।

উক্ত দুটি দলিলের মোট (০.০৩৩৩) তিন শতাংশ তেত্রিশ সহস্রাংশ ভূমির খরিদাসুত্রে মালিক আনোয়ার মিয়া ওরফে আনার মিয়া। উক্ত ভূমি দুটির অবস্থান বাদশাগঞ্জ বাজারে।

উক্ত ভূমি নামখারিজ করে ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন আনার মিয়া।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমার পাশ্ববর্তী জমির মালিক সোনামিয়া আমার খরিদা ভূমির ০.০০৮৩ একর ভূমি জোরপূর্বক জবরদখল করে রেখেছেন।

সহকারী কমিশনার (ভূমি) এর বরাবর আবেদন করিলে সোনামিয়া অতিরিক্ত ০.০০৮৩ একর ভূমি জোরপূর্বক জবর দখল করে রেখেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেন সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সার্ভেয়ার।

এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সঠিক পরিমাপ করে সোনা মিয়ার দখলে থাকা অতিরিক্ত ০.০০৮৩ একর ভূমি আনার মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়।

পরে রাতারাতি করে দেয়াল তৈরী করে পূণরায় উক্তভূমি দখলে নিয়ে সোনা মিয়া।

এ ব্যাপারে অভিযুক্ত সোনা মিয়া বলেন, আমি আনার মিয়ার জায়গা দখল করে রাখিনি। আমি আমার জায়গায় ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছি।

Translate »

ধর্মপাশায় একই ঘরে দেয়াল দিয়ে জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

নুর রহমান তুষার
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় বাদশাগঞ্জ বাজারে দেয়াল উঠিয়ে ভূমি দখলের অভিযোগ উঠেছে।

সমাধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আনোয়ার মিয়া ওরফে আনার মিয়া।

আনোয়ার মিয়া ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়নের উত্তর বীর গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত সোনা মিয়া উত্তর বীর গ্রামের বাসিন্দা।
শনিবার বিকালে বাদশাগঞ্জ বাজারে হাওর টিভি ২৪ এর অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ধর্মপাশা উপজেলার বৌলাম মৌজাস্থিত আরএস খতিয়ানে নং ৪৯৯ নামজারী খতিয়ান নং ৭৪৬ দাগ নং ৭৯৮, পরিমান (০ ১৬৭)১ শতাংশ ৬৭ সহস্রাংশ ভিট রকম ভূমি খরিদ করা হয় ১৫-০৬-২০১৫ ইং সনে খরিদ করা হয়।

পরে (০.১৬৬) এক শতাংশ ছেষট্টি সহস্রাংশ ভিট রকম ভূমি খরিদ করা হয় ১৬-০১-২০১৯ ইং সনে।

উক্ত দুটি দলিলের মোট (০.০৩৩৩) তিন শতাংশ তেত্রিশ সহস্রাংশ ভূমির খরিদাসুত্রে মালিক আনোয়ার মিয়া ওরফে আনার মিয়া। উক্ত ভূমি দুটির অবস্থান বাদশাগঞ্জ বাজারে।

উক্ত ভূমি নামখারিজ করে ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন আনার মিয়া।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমার পাশ্ববর্তী জমির মালিক সোনামিয়া আমার খরিদা ভূমির ০.০০৮৩ একর ভূমি জোরপূর্বক জবরদখল করে রেখেছেন।

সহকারী কমিশনার (ভূমি) এর বরাবর আবেদন করিলে সোনামিয়া অতিরিক্ত ০.০০৮৩ একর ভূমি জোরপূর্বক জবর দখল করে রেখেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেন সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সার্ভেয়ার।

এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সঠিক পরিমাপ করে সোনা মিয়ার দখলে থাকা অতিরিক্ত ০.০০৮৩ একর ভূমি আনার মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়।

পরে রাতারাতি করে দেয়াল তৈরী করে পূণরায় উক্তভূমি দখলে নিয়ে সোনা মিয়া।

এ ব্যাপারে অভিযুক্ত সোনা মিয়া বলেন, আমি আনার মিয়ার জায়গা দখল করে রাখিনি। আমি আমার জায়গায় ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছি।