ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোলার সাবেক এমপি মুকুলের বিরুদ্ধে মামলা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা Logo ময়মনসিংহের সিএনজি অটোরিকশা চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার… Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

দিন পেরিয়ে গেলে পবিত্র ঈদুল আযহা

মোঃ জাহিদুল ইসলাম শিহাব সন্দ্বীপ, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৪:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম শিহাব সন্দ্বীপ, চট্টগ্রাম

সন্দ্বীপ উপজেলা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  জমে উঠছে বিভিন্ন পশুর হাট। ১৬ জুন২০২৪ খ্রি. সকাল ১০টায় থেকে জমে উঠছে গরু-মহিষ, ছাগল ও ভেড়ার হাট। আজ রবিবার সর্বশেষ কোরবানীর হাট। প্রথম দিকে হাটে তেমন একটা বেচা-কেনা না হলে ও গত শুক্রবার থেকে  হাটে প্রচুর গরু,মহিষ,ছাগল, ভেড়া বিক্রির জন্য নিয়ে এসেছে ব্যপারী ও গৃহস্তরা।  হাট পরিদর্শন দেখা যায় কেউ বাজারে এসেছেন কোরবানি উপলক্ষে পশু ক্রয় করতে, কেউ পশু বিক্রির উদ্দেশ্যে, আবার কেউ এসেছেন সর্বশেষ হাটের পরিস্থিতি দেখতে । এতে কোরবানির পশুর হাট ক্রেতা-বিক্রেতা  ও দেখতে আসা মানুষের  পদচারণায় জমজমাট হয়ে উঠেছে

আজ রবিবার সকাল থেকে সন্দ্বীপে  গাজী মার্কেট পৌরসভা,  সেনের হাট,  আকবর হাট,  ধোপার হাট , শিবের হাট, সহ বিভিন্ন জায়গায় সর্বশেষ কোরবানির হাট বসে।

গাজি মার্কেট পশুর হাটে গরু কিনতে আসা ক্রেতারা বলেন,কালকে কোরবানির ঈদ আগে ও  অনেক হাটে গিয়েছি দাম নাগলের বাহিরে থাকার কারণে কেনা সম্ভব হয়নি। বিভিন্ন হাট ঘুরে বুঝতে পেরেছি এ বছর কোরবানির পশুর দাম বিগত বছরের তুলনায় দ্বিগুন ছিল। আজকে  বড় বড় খামারিরা ও  ব্যপারিরা  দাম একটু কমে হলে ও বিক্রি করে দিচ্ছেন। তবুও সাধ্যের মধ্যে পছন্দের গরু কেনার চেষ্টা করছি।

গাজি মার্কেট কোরবানির হাটের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে হাট ইজারাদার আবুল কাসেম  বলেন, হাটে পশু কেনা-বেচা নির্বিঘ্নে করতে আমরা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান এর নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর ব্যবস্থা করছি। এছাড়াও স্বেচ্ছাসেবক  দিয়ে বিশৃঙ্খলা ও অনাকাঙ্কিত ঘটনা রোধে তৎপর রয়েছি।

গরু ব্যপারি জয়নাল ও জহির  জানান বাজারে প্রায় গরু গুলো দেশী জাতের। সন্দ্বীপের চার পাশে চর ওঠার  কারণে গরু,ছাগল ভেড়া পালনের প্রচুর সুযোগ সৃষ্টি হয়েছে । তাই চাহিদার চেয়ে  তিনগুন বেশি গুরু কোরবানি উপযুক্ত রয়েছে । প্রথম দিকে গরুর দাম  আমরা একটু বেশি দিলে  ক্রেতারা কেনার সম্মতি দিচ্ছেন না।  গত শুক্রবার হাট থেকে গরুর দাম একটু কমে  হলে গরু বিক্রি করে দিচ্ছি। যার ফলে আমরা একটু ক্ষতিগ্রস্থ হয়েছি। তবে সরকারী ভাবে গরু ছাগলের রোগব্যাধী নিরসনে প্রাণী সম্পদ অফিসের চিকিৎসা সেবা ও সহযোগিতা অপ্রতুল। তাদের লোকবল সংকটের কারনে সেটা হতে পারেনা। সেটা বাড়ানোর অনুরোধ করছি।

ক্রেতারা আরো বলেন হাটে আনা পশুর স্বাস্থ্য সঠিক রয়েছে কিনা বা কৃত্রিম কিছু শরীরে প্রয়োগ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে বিভিন্ন উপজেলায় প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম প্রতিটি পশুর হাট মনিটরিং করে। সন্দ্বীপে কোন হাটে সে ব্যবস্থা দেখা যায়নি ।

ট্যাগস :
Translate »

দিন পেরিয়ে গেলে পবিত্র ঈদুল আযহা

আপডেট সময় : ০৪:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব সন্দ্বীপ, চট্টগ্রাম

সন্দ্বীপ উপজেলা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  জমে উঠছে বিভিন্ন পশুর হাট। ১৬ জুন২০২৪ খ্রি. সকাল ১০টায় থেকে জমে উঠছে গরু-মহিষ, ছাগল ও ভেড়ার হাট। আজ রবিবার সর্বশেষ কোরবানীর হাট। প্রথম দিকে হাটে তেমন একটা বেচা-কেনা না হলে ও গত শুক্রবার থেকে  হাটে প্রচুর গরু,মহিষ,ছাগল, ভেড়া বিক্রির জন্য নিয়ে এসেছে ব্যপারী ও গৃহস্তরা।  হাট পরিদর্শন দেখা যায় কেউ বাজারে এসেছেন কোরবানি উপলক্ষে পশু ক্রয় করতে, কেউ পশু বিক্রির উদ্দেশ্যে, আবার কেউ এসেছেন সর্বশেষ হাটের পরিস্থিতি দেখতে । এতে কোরবানির পশুর হাট ক্রেতা-বিক্রেতা  ও দেখতে আসা মানুষের  পদচারণায় জমজমাট হয়ে উঠেছে

আজ রবিবার সকাল থেকে সন্দ্বীপে  গাজী মার্কেট পৌরসভা,  সেনের হাট,  আকবর হাট,  ধোপার হাট , শিবের হাট, সহ বিভিন্ন জায়গায় সর্বশেষ কোরবানির হাট বসে।

গাজি মার্কেট পশুর হাটে গরু কিনতে আসা ক্রেতারা বলেন,কালকে কোরবানির ঈদ আগে ও  অনেক হাটে গিয়েছি দাম নাগলের বাহিরে থাকার কারণে কেনা সম্ভব হয়নি। বিভিন্ন হাট ঘুরে বুঝতে পেরেছি এ বছর কোরবানির পশুর দাম বিগত বছরের তুলনায় দ্বিগুন ছিল। আজকে  বড় বড় খামারিরা ও  ব্যপারিরা  দাম একটু কমে হলে ও বিক্রি করে দিচ্ছেন। তবুও সাধ্যের মধ্যে পছন্দের গরু কেনার চেষ্টা করছি।

গাজি মার্কেট কোরবানির হাটের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে হাট ইজারাদার আবুল কাসেম  বলেন, হাটে পশু কেনা-বেচা নির্বিঘ্নে করতে আমরা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান এর নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর ব্যবস্থা করছি। এছাড়াও স্বেচ্ছাসেবক  দিয়ে বিশৃঙ্খলা ও অনাকাঙ্কিত ঘটনা রোধে তৎপর রয়েছি।

গরু ব্যপারি জয়নাল ও জহির  জানান বাজারে প্রায় গরু গুলো দেশী জাতের। সন্দ্বীপের চার পাশে চর ওঠার  কারণে গরু,ছাগল ভেড়া পালনের প্রচুর সুযোগ সৃষ্টি হয়েছে । তাই চাহিদার চেয়ে  তিনগুন বেশি গুরু কোরবানি উপযুক্ত রয়েছে । প্রথম দিকে গরুর দাম  আমরা একটু বেশি দিলে  ক্রেতারা কেনার সম্মতি দিচ্ছেন না।  গত শুক্রবার হাট থেকে গরুর দাম একটু কমে  হলে গরু বিক্রি করে দিচ্ছি। যার ফলে আমরা একটু ক্ষতিগ্রস্থ হয়েছি। তবে সরকারী ভাবে গরু ছাগলের রোগব্যাধী নিরসনে প্রাণী সম্পদ অফিসের চিকিৎসা সেবা ও সহযোগিতা অপ্রতুল। তাদের লোকবল সংকটের কারনে সেটা হতে পারেনা। সেটা বাড়ানোর অনুরোধ করছি।

ক্রেতারা আরো বলেন হাটে আনা পশুর স্বাস্থ্য সঠিক রয়েছে কিনা বা কৃত্রিম কিছু শরীরে প্রয়োগ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে বিভিন্ন উপজেলায় প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম প্রতিটি পশুর হাট মনিটরিং করে। সন্দ্বীপে কোন হাটে সে ব্যবস্থা দেখা যায়নি ।