ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পলাশবাড়ীতে ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী Logo পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া Logo কটিয়াদীতে উপজেলা জামায়াতের কমিটি গঠন Logo শেরপুর জেলা শ্রীবরদীতে পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু ঘটনা ঘটে Logo শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশনে কৃষকদলের মহা সমাবেশ Logo সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড। Logo কিশোরগঞ্জে রক্ত দিয়ে গোসল করবে বলে হুমকির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে Logo সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু করেছে সরকার। Logo দ্বীন কায়েমের জন্য দৃড় প্রতিঙ্গা ছিল আসলাম হোসাইনের  Logo ভালুকায় যুবদলের কর্মী সামাবেশ ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 

দিঘলিয়াই দলিল ও রায় থাকার পরও ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধার হচ্ছে না।

দিঘলিয়া প্রতিনিধি:খুলনা
  • আপডেট সময় : ০৫:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২৪ বার পড়া হয়েছে

 

———————————————–

দিঘলিয়া প্রতিনিধি:খুলনা

 

খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামে ভূমিদস্যুদের কবল থেকে ৫০ শতাংশ জমির দলিল ও রায় থাকার পরও ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধার হচ্ছে না।উদ্ধারের চেষ্টা, বিভিন্ন দপ্তরে অভিযোগ ‌করেও তার কোন সঠিক সমাধান মেলে নি।

 

বাদী হাবিবুর রহমান শেখ , পিতা মৃত হাসেম শেখ, গ্রাম – লাখোহাটি, বারাকপুর , দিঘলিয়া,খুলনা। উপজেলার লাখোহাটি মৌজায় আর এস খতিয়ান-

৩৯৪৬. ১৫৭৫.১৫৭৫.২৫৪৫.৫৯৩, কয়েকটি দাগের দাগ নং- ১০৩৫৮. ১০৩৬৬.১৩৩৪৪,১০৩৬৮ বিভিন্ন সময়ে,সর্ব মোট ২০২ শতাংশ জমি খরিদ করেন, এবং শান্তিপূর্ণ পরিবেশ ভোগদখল করিতে ছিলেন,

উক্ত হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, ২০১৫ সাল থেকে ভূমিদস্যুরা আমার মালিকানা জমির উপর নজর দেয়। আমি আমার জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন সহ- তৎকালীন সরকারের রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হই, ভুমি দস্যুরা প্রভাবশালী হওয়ায় ও তৎকালীন সরকারের মদদ পুষ্ট হওয়ায় আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হই। আমি মহামান্য আদালতে মামলা দায়ের করি। আদালতের রায় আমার পক্ষে আসে, ভুমি দস্যুরা আপিল বিভাগের শরনাপন্ন হলে সেই রায় ও আমার পক্ষে আসে।

বিবাদী একই এলাকার মৃত্যু আলতাব ফারাজির ৫ ছেলে- তায়েব ফারাজি, আজিবর ফারাজি, কুদ্দুস ফারাজি, মুজিবুর ফারাজি। তারা বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে, উপজেলা প্রশাসন ও নেতাদের ম্যানেজ করে ২০২২ সালে হাবিবুর রহমান শেখ এর

ঘেরের মধ্যে দিয়ে বেড়িবাঁধ দিয়ে ৫০ শতাংশ জায়গা জমি দখল করে নেয় ।

হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, তৎকালীন সরকারের রাজনৈতিক নেতাদের সঙ্গে হাত মিলিয়ে আমার ক্রয়কৃত জমি ভূমিদস্যু রা আমার জমি দখল করে ক্ষান্ত হননি- আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে।

আমি আমার ক্রয়কৃত জমি উদ্ধার সহ- ন্যায় বিচার ও ভোগদখল করিতে পারি সে জন্য বর্তমান সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আমার দাবি।

ট্যাগস :
Translate »

দিঘলিয়াই দলিল ও রায় থাকার পরও ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধার হচ্ছে না।

আপডেট সময় : ০৫:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

 

———————————————–

দিঘলিয়া প্রতিনিধি:খুলনা

 

খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামে ভূমিদস্যুদের কবল থেকে ৫০ শতাংশ জমির দলিল ও রায় থাকার পরও ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধার হচ্ছে না।উদ্ধারের চেষ্টা, বিভিন্ন দপ্তরে অভিযোগ ‌করেও তার কোন সঠিক সমাধান মেলে নি।

 

বাদী হাবিবুর রহমান শেখ , পিতা মৃত হাসেম শেখ, গ্রাম – লাখোহাটি, বারাকপুর , দিঘলিয়া,খুলনা। উপজেলার লাখোহাটি মৌজায় আর এস খতিয়ান-

৩৯৪৬. ১৫৭৫.১৫৭৫.২৫৪৫.৫৯৩, কয়েকটি দাগের দাগ নং- ১০৩৫৮. ১০৩৬৬.১৩৩৪৪,১০৩৬৮ বিভিন্ন সময়ে,সর্ব মোট ২০২ শতাংশ জমি খরিদ করেন, এবং শান্তিপূর্ণ পরিবেশ ভোগদখল করিতে ছিলেন,

উক্ত হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, ২০১৫ সাল থেকে ভূমিদস্যুরা আমার মালিকানা জমির উপর নজর দেয়। আমি আমার জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন সহ- তৎকালীন সরকারের রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হই, ভুমি দস্যুরা প্রভাবশালী হওয়ায় ও তৎকালীন সরকারের মদদ পুষ্ট হওয়ায় আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হই। আমি মহামান্য আদালতে মামলা দায়ের করি। আদালতের রায় আমার পক্ষে আসে, ভুমি দস্যুরা আপিল বিভাগের শরনাপন্ন হলে সেই রায় ও আমার পক্ষে আসে।

বিবাদী একই এলাকার মৃত্যু আলতাব ফারাজির ৫ ছেলে- তায়েব ফারাজি, আজিবর ফারাজি, কুদ্দুস ফারাজি, মুজিবুর ফারাজি। তারা বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে, উপজেলা প্রশাসন ও নেতাদের ম্যানেজ করে ২০২২ সালে হাবিবুর রহমান শেখ এর

ঘেরের মধ্যে দিয়ে বেড়িবাঁধ দিয়ে ৫০ শতাংশ জায়গা জমি দখল করে নেয় ।

হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, তৎকালীন সরকারের রাজনৈতিক নেতাদের সঙ্গে হাত মিলিয়ে আমার ক্রয়কৃত জমি ভূমিদস্যু রা আমার জমি দখল করে ক্ষান্ত হননি- আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে।

আমি আমার ক্রয়কৃত জমি উদ্ধার সহ- ন্যায় বিচার ও ভোগদখল করিতে পারি সে জন্য বর্তমান সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আমার দাবি।