ত্রিশালে মাদ্রাসার সুপারকে অপসারণের দাবীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
জাকিয়া বেগম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নওপাড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে অপসারণের দাবীতে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভারপ্রাপ্ত সুপার সুজাত আলী দিনের পর দিন অনিয়ম করে যাচ্ছিল এবং মাদ্রাসায় নিয়মিত উপস্থিত থাকতনা। তাই তাকে মাদ্রাসা থেকে অপসারণ চাই।
মাদ্রাসার এক শিক্ষক মানববন্ধনে বলেন, আমাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার অনিয়ম দূনীর্তির সাথে জড়িত তাকে আমার চাই না, তিনি পদত্যাগ করেও আবারো ভারপ্রাপ্ত সুপারের দায়ীত্বে বসে আছেন।
মাদ্রাসার জমিদাতা আনোয়ার হোসেন বলেন, এই মাদ্রাসাটিতে আমরা জমি দেওয়ার পরেও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আমাদেরকে কোন প্রকার দাতা সদস্য হিসেবে রাখেনাই।
বিষয়টি নিয়ে মাদ্রাসার আইসিটি শিক্ষক সেলিম মিয়া বলেন, ভারপ্রাপ্ত সুপার সুজাত আলীকে আমরা ১৬জন শিক্ষক কর্মচারী অনাস্থা দিয়েছি তিনি পদত্যাগ করেছেন পরে পদের লোভ সামলাতে না পেরে সে আবারো ভারপ্রাপ্ত সুপার হিসেবেই তার চেয়ারে বসে আছেন। বিষযটি নিয়ে ভারপ্রাপ্ত সুপার সুজাত আলীর সাথে কথা বললে তিনি জানান, আমার বিরোদ্ধে সকল অভিযোগ মিথ্যা আমি পদত্যাগ করেছি কিন্তু এই পদত্যাগ বৈধ নয়।