তুষার আহম্মেদ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ কে সামনে রেখে গতকাল সন্ধায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন।
তফসিল ঘোষণার পর কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আনন্দ মিছিল বের করে।
উক্ত মিছিলটি ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাজারে মুক্তিযুদ্ধা কমপ্লেক্মের সামনে এসে পথ সভার আয়োজন করেন, এ পথ সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মঈনুল হক, আওয়ামী লীগের সম্মানিত সদস্য হারুনূর রশিদ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন চৌধুরী, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মিলন আহমেদ সোহাগ,ও শ্রীফলতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম স্বপন প্রমূখ।
বক্তব্য শেষে নেতা কর্মীরা জয় বাংলা স্লোগানে উল্লাসে মেতে উঠে এরপর মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।