ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভালুকায় অসহায় পঙ্গু যুবককে হুইল চেয়ার ও নগত অর্থ ও বাজার সামগ্রী উপহার দিলেন বিএনপি নেতা মোস্তাফিজ মামুন Logo ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  Logo লক্ষীপুর জেলায় অতিবৃষ্টি ও বন্যায় কৃষি খাতে প্রায় ২২৮ কোটি টাকার ক্ষতি Logo গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত Logo ভোলার সাবেক এমপি মুকুলের বিরুদ্ধে মামলা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা Logo ময়মনসিংহের সিএনজি অটোরিকশা চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার… Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট…

জোর করে জমি দখল ও পাকা সরিষার উপরে বালু চাপা দিচ্ছে সালাম ফকিরের ভাই মান্নান ফকির

মোঃ সোহরাওয়ার্দী হোসেন
  • আপডেট সময় : ০৩:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

মো: সোহরাওয়ার্দী হোসেন:
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার এনায়েতপুর থানাধীন গোপরেখী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মারধর, জোর করে জমি দখল ও পাকা সরিষার উপরে বালু চাপা দেওয়ার অভিযোগ উঠেছে আজগড়ার সালাম ফকিরের ছোট ভাই মান্নান ফকিরের বিরুদ্ধে ।
( ২৮ জানুয়ারি ) রোজ সোমবার সময় আনুমানিক সকাল ৮ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলায় সাং গোপরেখী উত্তরপাড়া ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে মাটি ফেলছে। উক্ত সময় মাটি ফালাতে নিষেধ করিলে মান্নান ফকির সহ তার লোক জন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।গালিগালাজ করিতে নিষেধ করিলে ইয়াহিয়া কে তার হাতে থাকা কাঠের বাটাম এবং লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে এবং মান্নান ফকির সহ তার লোক জন একজোট হয়ে শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ী ভাবে মারপিট করে জখম করে দেয়। উক্ত সময়ে ইয়াহিয়া প্রাণে বাঁচাতে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসিলে বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও প্রাণনাশকের হুমকি প্রদান করে ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনায় ওই দিন বিকালে ইয়াহিয়া (৩০)
৩ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগক্তরা হলেন ১। মোঃ মান্নান ফকির (৫০), পিতাঃ মৃত ছোরহাব আলী ফকির, ২। মোঃ আলম মোল্লা (৩৫), পিতাঃ মৃত সন্তোষ মোল্লা, ৩।মোঃ ইয়াছিন (৩৫), পিতাঃ অজ্ঞাত, তিন জনের নামে এনায়েতপুর থানা অভিযোগ দিয়ে আসেন।

এই ঘটনার সাক্ষী ১। মোছাঃ রহেলা খাতুন (৪৫), স্বামীঃ মোঃ আব্দুর রশিদ, ২। মোছাঃ হাজরা খাতুন(৪৫), স্বামীঃ মোঃ আনোয়ার, ৩। মোছাঃ শাহানাজ (৪০), স্বামীঃ মোঃ নজরুল,

সরেজমিনে যেয়ে পরে দেখা যায়, পাকা সরিষার উপরে বালু দিয়ে চাপা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মান্নান ফকিরের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক দের বলেন : আমার জমির ফসল ইয়াহিয়ারা সরিষা ফলন করছে।
আর সরিষা রাষ্ট্রের সম্পদ তাই কি, নষ্ট করা না করা আমার বিষয়। রাষ্ট্রের সম্পদনষ্ট করছি তাই সরকার কি করবে। তিনি আরো বলেন আমার বিরুদ্ধে যা ইচ্ছা লিখতে পারেন সমস্যা নেই। আমি কাহকে দেখে ভয় পাই না।

এ বিষয়ে ভুক্তভোগী ইয়াহিয়া সাংবাদিক দের বলেন: আমাদের জমির পাশে আজগড়ার সালাম ফকিরের ছোট ভাই মান্নান ফকির মাটি ফালাইছে। গত রবিবার দিন সকালে ওখানে দিয়ে মেয়ে কে মাদ্রাসার রেখে আসার জন্যে যাচ্ছি।এমন অবস্থা দেখতে পাই আমাদের পাকা সরিষার উপরে কামলারা মাটি দিচ্ছে। তখন আমি বলি এই জমি তো তাদের কাছে বিক্রি করা হয় নাই। তার কয়েক মিনিট পরে মান্নান ফকির সহ অনেকেই রড বাটাম নিয়ে এগিয়ে আসে তখনি আমি তাদের সাথে কথা না বলে বাড়িতে ফিরে আসার চেষ্টা করলে এলোপাথাড়ি ভাবে আমাকে মারধর করে।
এ বিষয়ে শাহজাহান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন : আমার জমি তাদের কাছে বিক্রি করি নাই তবু জোর করে পাকা সরিষার উপরে রাষ্ট্রের সম্পদ নষ্ট করছে মান্নান ফকির । আমরা অসহায় তাদের কাছে,আল্লাহ যেনো তাদের বিচার করে।

ইয়াহিয়া স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন: তিনি বলেন আমার শশুরের জমি জোর করে মান্নান ফকির মাটি ফালাইতেছে এমন অবস্থায় আমার স্বামী প্রতিবাদ করলে এলোপাথাড়ি ভাবে মার ধর করে। আমার স্বামীর জন্যে সরকারের কাছে সুস্থ বিচার চাই।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, জমি সংক্রান্ত বিষয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ নিয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
Translate »

জোর করে জমি দখল ও পাকা সরিষার উপরে বালু চাপা দিচ্ছে সালাম ফকিরের ভাই মান্নান ফকির

আপডেট সময় : ০৩:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

মো: সোহরাওয়ার্দী হোসেন:
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার এনায়েতপুর থানাধীন গোপরেখী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মারধর, জোর করে জমি দখল ও পাকা সরিষার উপরে বালু চাপা দেওয়ার অভিযোগ উঠেছে আজগড়ার সালাম ফকিরের ছোট ভাই মান্নান ফকিরের বিরুদ্ধে ।
( ২৮ জানুয়ারি ) রোজ সোমবার সময় আনুমানিক সকাল ৮ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলায় সাং গোপরেখী উত্তরপাড়া ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে মাটি ফেলছে। উক্ত সময় মাটি ফালাতে নিষেধ করিলে মান্নান ফকির সহ তার লোক জন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।গালিগালাজ করিতে নিষেধ করিলে ইয়াহিয়া কে তার হাতে থাকা কাঠের বাটাম এবং লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে এবং মান্নান ফকির সহ তার লোক জন একজোট হয়ে শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ী ভাবে মারপিট করে জখম করে দেয়। উক্ত সময়ে ইয়াহিয়া প্রাণে বাঁচাতে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসিলে বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও প্রাণনাশকের হুমকি প্রদান করে ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনায় ওই দিন বিকালে ইয়াহিয়া (৩০)
৩ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগক্তরা হলেন ১। মোঃ মান্নান ফকির (৫০), পিতাঃ মৃত ছোরহাব আলী ফকির, ২। মোঃ আলম মোল্লা (৩৫), পিতাঃ মৃত সন্তোষ মোল্লা, ৩।মোঃ ইয়াছিন (৩৫), পিতাঃ অজ্ঞাত, তিন জনের নামে এনায়েতপুর থানা অভিযোগ দিয়ে আসেন।

এই ঘটনার সাক্ষী ১। মোছাঃ রহেলা খাতুন (৪৫), স্বামীঃ মোঃ আব্দুর রশিদ, ২। মোছাঃ হাজরা খাতুন(৪৫), স্বামীঃ মোঃ আনোয়ার, ৩। মোছাঃ শাহানাজ (৪০), স্বামীঃ মোঃ নজরুল,

সরেজমিনে যেয়ে পরে দেখা যায়, পাকা সরিষার উপরে বালু দিয়ে চাপা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মান্নান ফকিরের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক দের বলেন : আমার জমির ফসল ইয়াহিয়ারা সরিষা ফলন করছে।
আর সরিষা রাষ্ট্রের সম্পদ তাই কি, নষ্ট করা না করা আমার বিষয়। রাষ্ট্রের সম্পদনষ্ট করছি তাই সরকার কি করবে। তিনি আরো বলেন আমার বিরুদ্ধে যা ইচ্ছা লিখতে পারেন সমস্যা নেই। আমি কাহকে দেখে ভয় পাই না।

এ বিষয়ে ভুক্তভোগী ইয়াহিয়া সাংবাদিক দের বলেন: আমাদের জমির পাশে আজগড়ার সালাম ফকিরের ছোট ভাই মান্নান ফকির মাটি ফালাইছে। গত রবিবার দিন সকালে ওখানে দিয়ে মেয়ে কে মাদ্রাসার রেখে আসার জন্যে যাচ্ছি।এমন অবস্থা দেখতে পাই আমাদের পাকা সরিষার উপরে কামলারা মাটি দিচ্ছে। তখন আমি বলি এই জমি তো তাদের কাছে বিক্রি করা হয় নাই। তার কয়েক মিনিট পরে মান্নান ফকির সহ অনেকেই রড বাটাম নিয়ে এগিয়ে আসে তখনি আমি তাদের সাথে কথা না বলে বাড়িতে ফিরে আসার চেষ্টা করলে এলোপাথাড়ি ভাবে আমাকে মারধর করে।
এ বিষয়ে শাহজাহান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন : আমার জমি তাদের কাছে বিক্রি করি নাই তবু জোর করে পাকা সরিষার উপরে রাষ্ট্রের সম্পদ নষ্ট করছে মান্নান ফকির । আমরা অসহায় তাদের কাছে,আল্লাহ যেনো তাদের বিচার করে।

ইয়াহিয়া স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন: তিনি বলেন আমার শশুরের জমি জোর করে মান্নান ফকির মাটি ফালাইতেছে এমন অবস্থায় আমার স্বামী প্রতিবাদ করলে এলোপাথাড়ি ভাবে মার ধর করে। আমার স্বামীর জন্যে সরকারের কাছে সুস্থ বিচার চাই।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, জমি সংক্রান্ত বিষয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ নিয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।