জনগণের জানমাল ও দেশের শান্তিরক্ষায় আমরা সচেতন থাকবো। আইনমন্ত্রী।
- আপডেট সময় : ১১:৫১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
আইনমন্ত্রী আনিসুল হক তার নির্বাচনী এলাকা কসাবায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে কসবা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত এক সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জনগণ যে দায়িত্ব দিয়েছেন সেটি হচ্ছে জান মাল ও দেশের শান্তিরক্ষার দায়িত্ব সে দায়িত্ব রক্ষায় আমরা সচেতন থাকবো। এসময় তিনি তার নির্বাচনী এলাকা কসবা আখাউড়ায় আরও উন্নয়নের কথা ব্যক্ত করেন। নির্বাচন পেছানোর সুযোগ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব তিনি বলেন, সেটি নির্বাচন কমিশন বলতে পারবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত লাভ করেছে। এ গণতান্ত্রিক দেশে ভিন্ন রকম মতের লোক থাকতেই পারে, আমার মনে হয় না এ বিষয়ে কিছু করা যেতে পারে।