বেবি চক্রবর্ত্তী, চন্দননগর :- হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন তারপরেই হুগলি জেলার ঐতিহ্যশালী চন্দননগরে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যমন্ডিত জগধাত্রী পুজো আর সেই পূজা উপলক্ষে সোমবার বিকেলে চন্দননগর রবীন্দ্রভবনে প্রশাসন ও সমস্ত পুজো বারোয়ার গুলো কে নিয়ে এক প্রশাসনিক বৈঠক হয়ে গেল। এই প্রশাসনিক বৈঠকে চন্দননগর ভদ্রেশ্বর এর সমস্ত পুজো কমিটি উপস্থিত ছিল। আজকের এই প্রশাসনিক বৈঠকে রবীন্দ্রভবনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, মেওর রাম চক্রবর্তী, ডেপুটি মেওর মুন্না আগারওয়াল, জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাবাল গি, ডিসি হেডকোয়াটার ইসানি পাল, আইপিএস অলকানন্দ ভাওয়াল,এসিপি এস বি দেবদাস মজুমদার, ট্রাফিক ইন্সপেক্টর মানদাত্তা সাউ, সহ অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার অমিত পি জাবাল গি জানান গতবারের থেকে এইবারে আরও বেশি পুজো অনুষ্ঠিত হচ্ছে চন্দননগরে। সেই কারণে প্রচুর বাড়তি পুলিশ প্রশাসন বাড়ানো হচ্ছে রাতে ঠাকুর দেখতে আসা মহিলাদের নিরাপত্তার তাগিদে প্রচুর মহিলা পুলিশ মোতায়েন থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষের রেল জিআরপি এবং আরপিএফ এর সঙ্গেও কথা বলা হয়েছে এমনই জানালেন।