ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত Logo হারিয়ে যাওয়া শিশু সাদিককে পাঠানো হচ্ছে রাজশাহী বেবী হোমে  Logo শ্রীমঙ্গলে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

ছাগলনাইয়া থানা পুলিশ কর্তৃক হত্যা মামলার ০২ আসামী গ্রেফতার। ফেনী পুলিশ সুপার এর সংবাদ সম্মেলন

তমিজ উদ্দিন চৌধুরী
  • আপডেট সময় : ০৯:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে

তমিজ উদ্দিন চৌধুরী
স্টাফ রিপোর্টার-ফেনী।

গত ১৬ ফেব্রুয়ারী আনুমানিক রাত ১২টা হতে ভোর ৪টার মধ্যবর্তী যে কোন সময়ে অজ্ঞাতনামা আসামীরা ভিকটিম আবুল কাসেম বর্তমান ঠিকানা- পশ্চিম শিলুয়া মিয়াজী বাড়ীর ভাড়াটিয়া, ০৬ নং পাঠাননগর ইউনিয়ন, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী, স্থায়ী ঠিকানা- লক্ষীপুর, পোঃ কাকৈরগড়া, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোনা কে হত্যা করিয়া লাশ গোপন করার জন্য ছাগলনাইয়া থানাধীন ৬ নং পাঠাননগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড, পশ্চিম শিলুয়া গোলাম কিবরিয়া ইকবাল সাহেবের বাড়ীর বাঁশ বাগানের পাশ্ববর্তী কালিদাস পাহালিয়া খালের ঢালে পানিতে ফেলে দেয়। ঘটনার বিস্তারিত জানতে গিয়ে পুলিশ সূত্রে জানা যায় ১৫/০২/২০২৪ ইং তারিখ, রাত্রী অনুমান ১১টার সময় ভিকটিম আবুল কাসেম রাতের খাবার খেয়ে খামারের যাওয়ার উদ্দেশ্যে ভাড়া ঘর হইতে বাহির হইয়া যায়।
পরবর্তীতে সময়মত বাসায় ফিরে না যাওয়ায় তাহার পরিবারের লোকজন খোজাখুজি করিতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে ১৬/০২/২০২৪ ইং তারিখে ভিকটিমের স্ত্রী রাত্রী আক্তার (৪২) স্বামী- আবুল কাসেম, মাতা-জনেরা খাতুন এজাহারের ভিত্তিতে ছাগলনাইয়া থানার মামলা দায়ের করেন। মামলা নং-১২ তাং-১৬/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। মামলা রুজুর পর পরই ছাগলনাইয়া থানা পুলিশের একটি আভিযানিক দল ক্লুলেস হত্যা মামলায় জড়িতদের গ্রেফতারে তাদের কৌশল অবলম্বন করে এবং ২ জন আসামীকে গ্রেফতার করিতে সক্ষম হয়। তাদের বর্ণনা মতে অপর ১ জন এখনো পলাতক রয়েছে।গ্রেফতার কৃত আসামির বক্তব্য অনুযায়ী এলাকায় চলাফেরার সুবাদে ভিকটিম ও আসামীরা পূর্ব পরিচিত ছিল। গত ১৪/০২/২০২৪ তারিখ ভিকটিম আবুল কাসেম তাহার মুরগীর খামারে প্রায় ৩,০০,০০০ টাকার মুরগী বিক্রী করে মর্মে আসামীগণ জানতে পারে। অত্র মামলায় ধৃত আসামী (১) আলা উদ্দিন মিন্টু (৩৯), পিতা-মোঃ মোস্তফা সাং-জয়নগর (হাবি রহমান এর বাড়ী), ৫নং ওয়ার্ড, ৫নং মহামায়া ইউপি, থানা-ছাগলনাইয়া, জেলা- ফেনী ও (২) দ্বীন মোহাম্মদ- নয়ন (৩৪), পিতা-মৃত খুরশিদ আলম, সাং-বেদরাবাদ শিলুয়া (ব্যাপারী বাড়ী), ৩নং ওয়ার্ড, মোটবী ইউপি, পোঃ লস্করহাট, থানা-ফেনী সদর, জেলা- ফেনীসহ তাহাদের সহযোগী অপর ০১ জন পলাতক আসামী ভিকটিম এর মুরগি বিক্রীর টাকা হাতিয়ে নেওয়ার বিভিন্ন কুটকৌশল অবলম্বন করে। ঘটনার দিন উল্লেখিত ৩ আসামী ভিকটিম আবুল কাসেম’কে কৌশলে ঘটনাস্থল ছাগলনাইয়া থানাধীন ০৬ নং পাঠাননগর ইউনিয়নস্থ ০৭ নং ওয়ার্ড, পশ্চিম শিলুয়া সাকিনের গোলাম কিবরিয়া ইকবাল সাহেবের বাড়ীর বাঁশ বাগানের পাশ্ববর্তী কালিদাস পাহালিয়া খালের কোণায় নিয়া যায়। সকল আসামীগণ ভিকটিম আবুল কাসেম এর টাকা হাতিয়ে নেওয়ার কুটকৌশলের কথা কাটা কাটির একপর্যায়ে ধৃত আসামী- আলা উদ্দিন মিন্টু (৩৯) তাহার হাতে থাকা গাছের ঢালের অংশ (লাঠি) দ্বারা ভিকটিমের মাথায় লক্ষ্য করে সজোরে আঘাত করিলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। এই সময় তাহার অপর সহযোগী অন্যান্য আসামীরা এলো পাথাড়ি কিল, ঘুষি, লাথি এবং এলো পাথাড়ি পিটাইয়া মৃত্যু নিশ্চিত করিয়া ভিকটিমের লাশ গোপন করার ঘটনাস্থলের পাশর্বর্তী কালিদাস পাহালিয়া খালের ঢালে পানিতে ভাসাইয়া দেয়।

পুলিশ সুপার জাকির হাসান বলেন থানা পুলিশ লােক মুখে জানতে পারে ভিকটিম-আবুল কাসেম (৪৫), এর মৃত দেহ ছাগলনাইয়া থানাধীন পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া গোলাম কিবরিয়া ইকবাল এর বাড়ীর বাঁশ বাগানের পাশ্ববর্তী কালিদাস পাহালিয়া খালের ঢালের পানিতে চিৎ অবস্থায় ভাসমান পড়ে আছে। ছাগলনাইয়া থানা পুলিশ উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ভিকটিম আবুল কাসেমের মৃতদেহ উদ্ধার করে।

ট্যাগস :
Translate »

ছাগলনাইয়া থানা পুলিশ কর্তৃক হত্যা মামলার ০২ আসামী গ্রেফতার। ফেনী পুলিশ সুপার এর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

তমিজ উদ্দিন চৌধুরী
স্টাফ রিপোর্টার-ফেনী।

গত ১৬ ফেব্রুয়ারী আনুমানিক রাত ১২টা হতে ভোর ৪টার মধ্যবর্তী যে কোন সময়ে অজ্ঞাতনামা আসামীরা ভিকটিম আবুল কাসেম বর্তমান ঠিকানা- পশ্চিম শিলুয়া মিয়াজী বাড়ীর ভাড়াটিয়া, ০৬ নং পাঠাননগর ইউনিয়ন, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী, স্থায়ী ঠিকানা- লক্ষীপুর, পোঃ কাকৈরগড়া, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোনা কে হত্যা করিয়া লাশ গোপন করার জন্য ছাগলনাইয়া থানাধীন ৬ নং পাঠাননগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড, পশ্চিম শিলুয়া গোলাম কিবরিয়া ইকবাল সাহেবের বাড়ীর বাঁশ বাগানের পাশ্ববর্তী কালিদাস পাহালিয়া খালের ঢালে পানিতে ফেলে দেয়। ঘটনার বিস্তারিত জানতে গিয়ে পুলিশ সূত্রে জানা যায় ১৫/০২/২০২৪ ইং তারিখ, রাত্রী অনুমান ১১টার সময় ভিকটিম আবুল কাসেম রাতের খাবার খেয়ে খামারের যাওয়ার উদ্দেশ্যে ভাড়া ঘর হইতে বাহির হইয়া যায়।
পরবর্তীতে সময়মত বাসায় ফিরে না যাওয়ায় তাহার পরিবারের লোকজন খোজাখুজি করিতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে ১৬/০২/২০২৪ ইং তারিখে ভিকটিমের স্ত্রী রাত্রী আক্তার (৪২) স্বামী- আবুল কাসেম, মাতা-জনেরা খাতুন এজাহারের ভিত্তিতে ছাগলনাইয়া থানার মামলা দায়ের করেন। মামলা নং-১২ তাং-১৬/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। মামলা রুজুর পর পরই ছাগলনাইয়া থানা পুলিশের একটি আভিযানিক দল ক্লুলেস হত্যা মামলায় জড়িতদের গ্রেফতারে তাদের কৌশল অবলম্বন করে এবং ২ জন আসামীকে গ্রেফতার করিতে সক্ষম হয়। তাদের বর্ণনা মতে অপর ১ জন এখনো পলাতক রয়েছে।গ্রেফতার কৃত আসামির বক্তব্য অনুযায়ী এলাকায় চলাফেরার সুবাদে ভিকটিম ও আসামীরা পূর্ব পরিচিত ছিল। গত ১৪/০২/২০২৪ তারিখ ভিকটিম আবুল কাসেম তাহার মুরগীর খামারে প্রায় ৩,০০,০০০ টাকার মুরগী বিক্রী করে মর্মে আসামীগণ জানতে পারে। অত্র মামলায় ধৃত আসামী (১) আলা উদ্দিন মিন্টু (৩৯), পিতা-মোঃ মোস্তফা সাং-জয়নগর (হাবি রহমান এর বাড়ী), ৫নং ওয়ার্ড, ৫নং মহামায়া ইউপি, থানা-ছাগলনাইয়া, জেলা- ফেনী ও (২) দ্বীন মোহাম্মদ- নয়ন (৩৪), পিতা-মৃত খুরশিদ আলম, সাং-বেদরাবাদ শিলুয়া (ব্যাপারী বাড়ী), ৩নং ওয়ার্ড, মোটবী ইউপি, পোঃ লস্করহাট, থানা-ফেনী সদর, জেলা- ফেনীসহ তাহাদের সহযোগী অপর ০১ জন পলাতক আসামী ভিকটিম এর মুরগি বিক্রীর টাকা হাতিয়ে নেওয়ার বিভিন্ন কুটকৌশল অবলম্বন করে। ঘটনার দিন উল্লেখিত ৩ আসামী ভিকটিম আবুল কাসেম’কে কৌশলে ঘটনাস্থল ছাগলনাইয়া থানাধীন ০৬ নং পাঠাননগর ইউনিয়নস্থ ০৭ নং ওয়ার্ড, পশ্চিম শিলুয়া সাকিনের গোলাম কিবরিয়া ইকবাল সাহেবের বাড়ীর বাঁশ বাগানের পাশ্ববর্তী কালিদাস পাহালিয়া খালের কোণায় নিয়া যায়। সকল আসামীগণ ভিকটিম আবুল কাসেম এর টাকা হাতিয়ে নেওয়ার কুটকৌশলের কথা কাটা কাটির একপর্যায়ে ধৃত আসামী- আলা উদ্দিন মিন্টু (৩৯) তাহার হাতে থাকা গাছের ঢালের অংশ (লাঠি) দ্বারা ভিকটিমের মাথায় লক্ষ্য করে সজোরে আঘাত করিলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। এই সময় তাহার অপর সহযোগী অন্যান্য আসামীরা এলো পাথাড়ি কিল, ঘুষি, লাথি এবং এলো পাথাড়ি পিটাইয়া মৃত্যু নিশ্চিত করিয়া ভিকটিমের লাশ গোপন করার ঘটনাস্থলের পাশর্বর্তী কালিদাস পাহালিয়া খালের ঢালে পানিতে ভাসাইয়া দেয়।

পুলিশ সুপার জাকির হাসান বলেন থানা পুলিশ লােক মুখে জানতে পারে ভিকটিম-আবুল কাসেম (৪৫), এর মৃত দেহ ছাগলনাইয়া থানাধীন পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া গোলাম কিবরিয়া ইকবাল এর বাড়ীর বাঁশ বাগানের পাশ্ববর্তী কালিদাস পাহালিয়া খালের ঢালের পানিতে চিৎ অবস্থায় ভাসমান পড়ে আছে। ছাগলনাইয়া থানা পুলিশ উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ভিকটিম আবুল কাসেমের মৃতদেহ উদ্ধার করে।