সংবাদ শিরোনাম ::
ছবিতে প্রদর্শিত ব্যক্তি একজন চোর তাকে ধরিয়ে দিন খুঁজছে পুলিশ।
দৈনিক ক্রাইম নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
-
গত ১৬ জুন ২০২৪ইং দিঘলিয়া থানা একটা অভিযোগ দায়ের করেন বাদি ববি ইসলাম, পিতা- আয়ুব আলি,দেয়াড়া,দিঘলিয়া, খুলনা।
তার অভিযোগ বিলাশ মিস্ত্রি এক জন চোর,সে তার নগত ও মাল সহ প্রায় ২,০০,০০০/- টাকা চুরি করেছে।
বিলাশ মিস্ত্রি তার ম্যানেজার ছিলেন।তার
পিতা- কালিপদ মিস্ত্রি,মাতা -গুনারি, গ্রাম+ পো: ঘুনারী ৯২৭৩,
এ সংক্রান্তে গত ১৬ জুন ২০২৪ইং দিঘলিয়া থানায় একটি অভিযোগ রুজু হয়। মামলা তদন্ত ও অভিযুক্ত ব্যাক্তিকে ধরতে পুলিশ কাজ করছে।
অভিযোগ এর সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য উক্ত প্রদর্শিত ব্যক্তির সন্ধান জানা একান্ত প্রয়োজন। যদি কেউ উক্ত ব্যক্তির সন্ধান জেনে থাকেন তা হলে খুলনার দিঘলিয়া থানায় অথবা বাদি ববি ইসলাম এর মোবাইল নাম্বার 01621-782783.তে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে
Translate »