এম,মছিবুর রহমান বাবুল,বোয়াল খালি উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রাম বোয়াল খালি উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে আগুনে বসতঘর পুড়ে ছায় হয়ে গেছে। এসময় বসতঘরে থাকা ৬ ছাগল ও ও হাসঁ মুরগী আগুনে পুড়ে মারা গেছে। অগ্নিকান্ডে অন্তত ৫ লক্ষ টাকার মতো ক্ষতি সাধন হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্হ পরিবারের।
রবিবার(৯মার্চ) রাত ৮ টার দিকে বোয়াল খালি উপজেলার ১০ নং আহলা কড়লডেন্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড গাজী পাড়া খলিল মাস্টার বাড়ির মৃত নূর হোসেন বাবুর্চির বসতঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকার প্রত্যক্কদর্শীদের সূত্রে জানা যায়, মৃত নূর হোসেন বাবুর্চির ছয়টি কক্ষ বিশিষ্ট বাঁশের বেড়া ও টিনের চালা দেওয়া বসতঘরে স্রী ও দুই সন্তান বসবাস করতো।
স্হানীয়রা বলেন, তারা কি কাজে ঘর থেকে বাহির হলে ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লেগে পুরো বসতঘরে ছড়িয়ে পরে।
মুহুর্তের মধ্যে ছয়টি কক্ষ পুড়ে যায় এবং বসতঘরে থাকা ছয়টি ছাগল ও হাসঁ-মুরগী পুড়ে যায়।স্হানীয়রা আগুন নেভানোর জন্য অনেক চেষ্টা করেন।
পরে খবর পেয়ে বোয়াল খালি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের দায়িত্বরত ইনচার্জ ফিরোজ খান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।