ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোলার সাবেক এমপি মুকুলের বিরুদ্ধে মামলা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা Logo ময়মনসিংহের সিএনজি অটোরিকশা চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার… Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় রিমাল : সন্দ্বীপে  বসতঘর বিধ্বস্ত, আহত ৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ প্রতিনিধি:

সন্দ্বীপ উপজেলায়  ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে টিনশিট ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষতিসহ বসতঘরে গাছ পড়ে ৪ জন  হয়েছে।

সোমবার সকাল সাড়ে সাড়ে দশ টার  দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের  ৩ নম্বর ওয়ার্ডে ঘূর্ণিঝড়ে রহমতপুর ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড, সুখদেব মহাজনের বাড়ির সমর মজুমদারের ঘরে গাছ ও বৈদ্যুতিক খাম্বা চাপা পড়ে, ঘর ভেঙ্গে  ৪ জন  লোক মারাত্মক ভাবে আহত হয়।

আহতরা হলেন হরিলাল মজুমদার (৭৫),  তার স্ত্রী গীতা রাণী মজুমদার (৬৭) তাদের ছেলে,  সমর মজুমদার( ৫২), সমর মজুমদারের স্ত্রী পুষ্পে রাণী( ৪৭) ও তার ছেলে অরুপ মজুমদার (১৭) আহত হয় আহতদের প্রথমিক  চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

সরোজমিনে গিয়ে  জানা যায়, সকালে বাতাসের গতিবেগ প্রচণ্ড ছিল ও বৃ‌ষ্টি হচ্ছিল তখন হরিলাল মজুমদার  ও তার স্ত্রী ঘরে ছিলেন।

ঘটনার সময় হরিলালের  স্ত্রী তার ছেলের স্ত্রী  রান্নাঘরে কাজে ব‌্যস্ত ছিলেন। আর হরিলাল ও তার ছেলে সমর মজুমদার  ছিলেন ঘরের বারান্দায়। ঔই  সময় ঘরের পাশে থাকা দু‌’টি বড় বড়  গাছ  বিদ্যুৎ খুটি ও তারের ওপরে পড়ে ।

এবং গাছ ও খুটি  সরাসরি ঘরের টিন সিডে আঘাত করে। টিন সিডের নিচে থাকা হরিলাল ও সমরের  মাথায় আঘাত করে।

সরোজমিনে গিয়ে দেখা যায় সন্দ্বীপের বিভিন্ন স্হানে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মগধরা ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার কিছু ঘরবাড়ি টিনশিট উড়ে গেছে, গাছুয়া ঘাটমাঝির হাটের পশ্চিমে গাছ পড়ে বিদ্যুৎ এর তার ছিড়ে গেছে,  আজিমপুর ও কালাপানিয়া  ইউনিয়নের অনেক জায়গায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ ছুটে অনেক গ্রাম প্লাবিত হয়েছে।

পশ্চিম সারিকাইতের বেড়িবাঁধ বাহিরের পানি প্রবেশ করে  অনেক গ্রাম প্লাবিত হয়েছে এ ছাড়া ও ঝড়ের তাণ্ডবে খুটি ভেঙে তার ছিড়ে বিদ্যুৎহীন রয়েছে পুরো উপজেলা। রোববার রাত থেকে উপজেলায় বিদ্যুৎ না থাকায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য: সন্দ্বীপ  ১৬২টি  সাইক্লোন শেল্টার  রয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়কালীন মানুষের সেবা নিশ্চিত করতে ২১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সিসিপির ১৪৬ ইউনিটের ২৯২০ জন সদস্য সেচ্ছাসেবকের কাজ করছে।

Translate »

ঘূর্ণিঝড় রিমাল : সন্দ্বীপে  বসতঘর বিধ্বস্ত, আহত ৪

আপডেট সময় : ০৯:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ প্রতিনিধি:

সন্দ্বীপ উপজেলায়  ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে টিনশিট ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষতিসহ বসতঘরে গাছ পড়ে ৪ জন  হয়েছে।

সোমবার সকাল সাড়ে সাড়ে দশ টার  দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের  ৩ নম্বর ওয়ার্ডে ঘূর্ণিঝড়ে রহমতপুর ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড, সুখদেব মহাজনের বাড়ির সমর মজুমদারের ঘরে গাছ ও বৈদ্যুতিক খাম্বা চাপা পড়ে, ঘর ভেঙ্গে  ৪ জন  লোক মারাত্মক ভাবে আহত হয়।

আহতরা হলেন হরিলাল মজুমদার (৭৫),  তার স্ত্রী গীতা রাণী মজুমদার (৬৭) তাদের ছেলে,  সমর মজুমদার( ৫২), সমর মজুমদারের স্ত্রী পুষ্পে রাণী( ৪৭) ও তার ছেলে অরুপ মজুমদার (১৭) আহত হয় আহতদের প্রথমিক  চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

সরোজমিনে গিয়ে  জানা যায়, সকালে বাতাসের গতিবেগ প্রচণ্ড ছিল ও বৃ‌ষ্টি হচ্ছিল তখন হরিলাল মজুমদার  ও তার স্ত্রী ঘরে ছিলেন।

ঘটনার সময় হরিলালের  স্ত্রী তার ছেলের স্ত্রী  রান্নাঘরে কাজে ব‌্যস্ত ছিলেন। আর হরিলাল ও তার ছেলে সমর মজুমদার  ছিলেন ঘরের বারান্দায়। ঔই  সময় ঘরের পাশে থাকা দু‌’টি বড় বড়  গাছ  বিদ্যুৎ খুটি ও তারের ওপরে পড়ে ।

এবং গাছ ও খুটি  সরাসরি ঘরের টিন সিডে আঘাত করে। টিন সিডের নিচে থাকা হরিলাল ও সমরের  মাথায় আঘাত করে।

সরোজমিনে গিয়ে দেখা যায় সন্দ্বীপের বিভিন্ন স্হানে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মগধরা ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার কিছু ঘরবাড়ি টিনশিট উড়ে গেছে, গাছুয়া ঘাটমাঝির হাটের পশ্চিমে গাছ পড়ে বিদ্যুৎ এর তার ছিড়ে গেছে,  আজিমপুর ও কালাপানিয়া  ইউনিয়নের অনেক জায়গায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ ছুটে অনেক গ্রাম প্লাবিত হয়েছে।

পশ্চিম সারিকাইতের বেড়িবাঁধ বাহিরের পানি প্রবেশ করে  অনেক গ্রাম প্লাবিত হয়েছে এ ছাড়া ও ঝড়ের তাণ্ডবে খুটি ভেঙে তার ছিড়ে বিদ্যুৎহীন রয়েছে পুরো উপজেলা। রোববার রাত থেকে উপজেলায় বিদ্যুৎ না থাকায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য: সন্দ্বীপ  ১৬২টি  সাইক্লোন শেল্টার  রয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়কালীন মানুষের সেবা নিশ্চিত করতে ২১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সিসিপির ১৪৬ ইউনিটের ২৯২০ জন সদস্য সেচ্ছাসেবকের কাজ করছে।