গোয়াইনঘাটে আনসার ভিডিপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ!
য়াইনঘাটে
হারুন আহমেদ, গোয়াইনঘাটঃ
সাম্প্রতিক বন্যা, ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।চলতি প্রলয়ঙ্কারী বন্যায় বানবাসী মানুষের নিকট খাদ্য সহায়তা পৌঁছে দিলো বাংলাদেশ আনসার ও ভিডিপি গোয়াইনঘাট। বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১২ ঘটিকায় চলতি ঈদ মৌসুমে সোমবার হতে অব্যাহত পাহাড়ি ঢলে সৃষ্ট প্রলয়ঙ্কারী বন্যায় উপজেলার ১৩টি ইউনিয়নে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। বিশেষ করে মে মাসের প্রথমধাপের বন্যায় উপজেলার ৭০ ভাগই মানুষ বন্যায় পানি বন্দী হলেও এবারের বন্যায় উপজেলার ১৩ টি ইউনিয়ন সহ প্রায় সব কটি ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এদিকে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি আজ উপজেলার ফতেহপুর ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় গোয়াইনঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগমের নেতৃত্বে উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাধ্যমে ও সহযোগিতায় এই ত্রাণ বিতরণ সম্পন্ন করা হয়।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষ বাহিনী সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস এর সার্বিক দিক নির্দেশনা ও আনসার ও ভিডিপির সিলেট জেলা কমান্ড্যন্ট আলী রেজা রাব্বির সার্বিক ব্যবস্হাপনায় বানভাসি মানুষের নিকট ত্রাণ সামগ্রী বিতরণ করেছে গোয়াইনঘাট উপজেলা আনসার ও ভিডিপি।
এ সময় তিনি আরো বলেন, বিগত ৩০শে মে'র প্রলয়ঙ্কারী বন্যার পর গোয়াইনঘাট উপজেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ সহ উপজেলা সদরে বড় পরিসরে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়। যেকোন দুর্যোগ ও মানুষের প্রয়োজনে বাংলাদেশ আনসার ও ভিডিপি সর্বদা মানুষের কল্যাণে যেভাবে পাশে আছে তদ্রূপ গোয়াইনঘাট উপজেলা আনসার ও ভিডিপি উধর্ধতন কর্মকর্তাদের দিক নির্দেশনা অনুযায়ী সর্বদা কাজ করে যাবে।