ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গৃহস্থের বাড়িতে আগুন, গবাদি পশু পুড়ে ছাই  Logo নতুন ভোটার নিবন্ধন করতে আসা মানুষদের মাঝে জামায়াতের খাবার পানি ও ওষুধ বিতরণ Logo এমপি হই বা না হই আমি মানুষের জন্য কাজ করে যাবো-বোয়াল খালিতে-মোস্তাক আহমেদ Logo বিরামপুরে শাইখ স্পোর্টস বিপিএল ক্রিকেট টুর্নামেন্টে সিজন -৮ এর শুভউদ্বোধন Logo ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় মাঠে ৯০’র দশকের প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী প্রীতি ফুটবল ম্যাচ Logo শেরপুর জমি নিয়ে ভাই বোনের মারামারিতে বড় ভাইরে ৬০ বছরের বৃদ্ধর মৃত্যু Logo চট্টগ্রাম লোহাগাড়াতে মাহক্রোবাসের সংঘর্ষে ১০ জন নিহত  Logo খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু Logo তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: লক্ষীপুরে এ্যানি চৌধুরী Logo আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: লক্ষীপুরে তথ্য উপদেষ্টা

গোয়াইনঘাটে দিনমজুর শিব্বির আহমদ’র ভূমি আত্মসাৎ’র চেষ্টায় হামলা মা’সহ দুুজন আহত থানায় অভিযোগ দায়ের

গোয়াইনঘাট প্রতিনিধি (সিলেট)
  • আপডেট সময় : ০১:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

 

গোয়াইনঘাট প্রতিনিধি (সিলেট)

 

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের লামা ইস্তি গ্রামের দিনমজুর শিব্বির আহমদ’র আনুমানিক দুই একর ভূমি আত্মসাৎ’র চেষ্টা করছে একটি মহল। ভূমি আত্মসাৎ চেষ্টায় নিরিহ শিব্বির আহমদ’র পরিবারের উপর অতর্কিত হামলা করে তার মা রাবিয়া বেগম ও ভাই রুহেল আহমদকে গুরুতর জখম করে ঐ চক্রটি। এঘটনায় দিনমজুর শিব্বির আহমদ বাদী হয়ে লামা ইস্তি গ্রামের মৃত আব্দুস সুবহান’র পুত্র আব্দুল লতিফ (৩৩), মৃত আব্দুর রহমান’র পুত্র আব্দুল মনাফ (৬২), আব্দুস সাত্তার (২৭), মোঃ আল আমিন (২২), মোঃ মাসুম আহমদ (২৪) সর্ব পিতা আব্দুল মনাফ, মোছাঃ ফাতিমা বেগম (৩৫) স্বামী আব্দুল মুছব্বির, মোছাৎ আয়মনা বেগম (৫৪) স্বামী আব্দুল মনাফ স্বর্ব সাং পাতনি ১নং রুস্তমপুর ইউনিয়ন’র নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সুত্রে জানাযায়, তফসিল বর্ণিত ভূমি মৌজা-ইস্তি,বিএস জে.এল-৫৯,নামজারি খতিয়ান নং-২৯৩.দাগ নং-৬৪,এরিয়া-৮৪শতক,দাগ ন-৬৫, এরিয়া-১৬শতক, নামজারি খতিয়ান নং-২৯৪,দাগ নং-৬৫ এরিয়া ৫৬ শতক,দাগ নং-৬৬, এরিয়া-৪৪ শতক সর্ব সাকুল্যে ২একর ভূমি। দীর্ঘদিন থেকে বাদী শিব্বির আহমদ’র পরিবারের সদস্যরা মালিক থাকিয়া ভোগদখল ব্যবহার, রক্ষনাবেক্ষন ও সংরক্ষণ করিয়া আসাবস্থায় উপরে উল্লেখিত বিবাদীদের সাথে বর্ণিত ভূমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ থাকায় স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় সহকারী জজ আদালত গোয়াইনঘাট সিলেট’এ স্বত্ব মোকাদ্দমা নং-১৫/২৩, গোয়াইনঘাট থানার বিবিধ মামলা নং-৯৩/২৩ ধারা ১৪৪ ফৌজদারী কার্যবিধি, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্্েরট ১ম আদালত সিলেট, গোয়াইনঘাট বিবিধ মামলা নং-৫৯/২৪ইং একটি ফৌজাদারী মামলা দায়ের করি। যাহা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। এমতাবস্থায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে গত মঙ্গলবার সকাল ১০টায় বিবাধীগন জোরপূর্বক উপরে উল্লেখিত ভূমি দখল করতে ভূমিতে গেলে। দিনমজুর শিব্বির আমহদ ও তার পরিবারগন বাধাঁ দিলে বিবাদীগন তাদের উপর চড়াও হয়ে একপর্যায়ে শিব্বির আহমদ’র মা রাবিয়া বেগম এবং তার আপন ভাই রুহেল আহমদকে বেদড়ক নির্যাতন করে মৃুতবস্থায় ফেলে যায়। একপর্যায়ে রুহেল আহমদ’র আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীগন পালিয়ে গেলে শিব্বির আহমদ’র মা রাবিয়া বেগম এবং ভাই রুহেল আহমদকে উদ্বার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বর্তমানে শিব্বির আহমদ’র মা রাবিয়া বেগম এবং ভাই রুহেল আহমদ সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বাদী শিব্বির আহমদ আরো ও জানান,দীর্ঘ ১২ বছর যাবত আমি নির্যাতিত হয়ে আসছি।চেয়ারম্যান মেম্বার এলাকাবাসী চালিশ বিচার করে ও কোন সমাধান করতে পারছেন না।আমি আইনের আশ্রয় এবং সঠিক কাগজপত্র থাকার পরও ন্যায় বিচার বঞ্চিত হচ্ছি।আমাকে আমার জায়গা থেকে উচ্ছেদ করার জন্য তারা বেশি শক্তি ব্যবহার করছে।দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন হওয়ায় তারা আরো বেশি উশৃংখল হয়ে পড়ছে।

রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব বলেন,শিব্বির আহমেদের মা ও ছোট ভাইয়ের উপর হামলার ঘটনায় সে সেনাবাহিনীর কাছে অভিযোগ করে।তাদের পক্ষ থেকে ফোন করে আমাকে এই বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।শিব্বির আহমাদের মা ও ভাই ওসমানী মেডিকেলে ভর্তি থাকায় আগামী শনিবার বিষয়টি সালিশ করে দেখার জন্য তারিখ নির্ধারণ করে উভয় পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।

বিবাদী আব্দুল মনাফ হামলা ও মারধরের ব্যাপার অস্বীকার করে তিনি বিষয়টি মিথ্যা এবং বানোয়াট বলে দাবী করেন।

এব্যাপারে গোয়াইঘাট থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ হারুনুর রশিদ বলেন, বাদী শিব্বির আহমদ’র দায়ের করা অভিযোগ পত্রটি আমার কাছে এখনো পৌছায়নি। অভিযোগটি আমার হাতে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
Translate »

গোয়াইনঘাটে দিনমজুর শিব্বির আহমদ’র ভূমি আত্মসাৎ’র চেষ্টায় হামলা মা’সহ দুুজন আহত থানায় অভিযোগ দায়ের

আপডেট সময় : ০১:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

 

গোয়াইনঘাট প্রতিনিধি (সিলেট)

 

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের লামা ইস্তি গ্রামের দিনমজুর শিব্বির আহমদ’র আনুমানিক দুই একর ভূমি আত্মসাৎ’র চেষ্টা করছে একটি মহল। ভূমি আত্মসাৎ চেষ্টায় নিরিহ শিব্বির আহমদ’র পরিবারের উপর অতর্কিত হামলা করে তার মা রাবিয়া বেগম ও ভাই রুহেল আহমদকে গুরুতর জখম করে ঐ চক্রটি। এঘটনায় দিনমজুর শিব্বির আহমদ বাদী হয়ে লামা ইস্তি গ্রামের মৃত আব্দুস সুবহান’র পুত্র আব্দুল লতিফ (৩৩), মৃত আব্দুর রহমান’র পুত্র আব্দুল মনাফ (৬২), আব্দুস সাত্তার (২৭), মোঃ আল আমিন (২২), মোঃ মাসুম আহমদ (২৪) সর্ব পিতা আব্দুল মনাফ, মোছাঃ ফাতিমা বেগম (৩৫) স্বামী আব্দুল মুছব্বির, মোছাৎ আয়মনা বেগম (৫৪) স্বামী আব্দুল মনাফ স্বর্ব সাং পাতনি ১নং রুস্তমপুর ইউনিয়ন’র নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সুত্রে জানাযায়, তফসিল বর্ণিত ভূমি মৌজা-ইস্তি,বিএস জে.এল-৫৯,নামজারি খতিয়ান নং-২৯৩.দাগ নং-৬৪,এরিয়া-৮৪শতক,দাগ ন-৬৫, এরিয়া-১৬শতক, নামজারি খতিয়ান নং-২৯৪,দাগ নং-৬৫ এরিয়া ৫৬ শতক,দাগ নং-৬৬, এরিয়া-৪৪ শতক সর্ব সাকুল্যে ২একর ভূমি। দীর্ঘদিন থেকে বাদী শিব্বির আহমদ’র পরিবারের সদস্যরা মালিক থাকিয়া ভোগদখল ব্যবহার, রক্ষনাবেক্ষন ও সংরক্ষণ করিয়া আসাবস্থায় উপরে উল্লেখিত বিবাদীদের সাথে বর্ণিত ভূমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ থাকায় স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় সহকারী জজ আদালত গোয়াইনঘাট সিলেট’এ স্বত্ব মোকাদ্দমা নং-১৫/২৩, গোয়াইনঘাট থানার বিবিধ মামলা নং-৯৩/২৩ ধারা ১৪৪ ফৌজদারী কার্যবিধি, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্্েরট ১ম আদালত সিলেট, গোয়াইনঘাট বিবিধ মামলা নং-৫৯/২৪ইং একটি ফৌজাদারী মামলা দায়ের করি। যাহা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। এমতাবস্থায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে গত মঙ্গলবার সকাল ১০টায় বিবাধীগন জোরপূর্বক উপরে উল্লেখিত ভূমি দখল করতে ভূমিতে গেলে। দিনমজুর শিব্বির আমহদ ও তার পরিবারগন বাধাঁ দিলে বিবাদীগন তাদের উপর চড়াও হয়ে একপর্যায়ে শিব্বির আহমদ’র মা রাবিয়া বেগম এবং তার আপন ভাই রুহেল আহমদকে বেদড়ক নির্যাতন করে মৃুতবস্থায় ফেলে যায়। একপর্যায়ে রুহেল আহমদ’র আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীগন পালিয়ে গেলে শিব্বির আহমদ’র মা রাবিয়া বেগম এবং ভাই রুহেল আহমদকে উদ্বার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বর্তমানে শিব্বির আহমদ’র মা রাবিয়া বেগম এবং ভাই রুহেল আহমদ সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বাদী শিব্বির আহমদ আরো ও জানান,দীর্ঘ ১২ বছর যাবত আমি নির্যাতিত হয়ে আসছি।চেয়ারম্যান মেম্বার এলাকাবাসী চালিশ বিচার করে ও কোন সমাধান করতে পারছেন না।আমি আইনের আশ্রয় এবং সঠিক কাগজপত্র থাকার পরও ন্যায় বিচার বঞ্চিত হচ্ছি।আমাকে আমার জায়গা থেকে উচ্ছেদ করার জন্য তারা বেশি শক্তি ব্যবহার করছে।দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন হওয়ায় তারা আরো বেশি উশৃংখল হয়ে পড়ছে।

রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব বলেন,শিব্বির আহমেদের মা ও ছোট ভাইয়ের উপর হামলার ঘটনায় সে সেনাবাহিনীর কাছে অভিযোগ করে।তাদের পক্ষ থেকে ফোন করে আমাকে এই বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।শিব্বির আহমাদের মা ও ভাই ওসমানী মেডিকেলে ভর্তি থাকায় আগামী শনিবার বিষয়টি সালিশ করে দেখার জন্য তারিখ নির্ধারণ করে উভয় পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।

বিবাদী আব্দুল মনাফ হামলা ও মারধরের ব্যাপার অস্বীকার করে তিনি বিষয়টি মিথ্যা এবং বানোয়াট বলে দাবী করেন।

এব্যাপারে গোয়াইঘাট থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ হারুনুর রশিদ বলেন, বাদী শিব্বির আহমদ’র দায়ের করা অভিযোগ পত্রটি আমার কাছে এখনো পৌছায়নি। অভিযোগটি আমার হাতে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।