ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চট্রগ্রাম বোয়াল খালিতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য ও সম্প্রীতি সমাবেশ Logo কালিয়াকৈরে ইলেকট্রিক কমিটির নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ নাজমুল আলম ও সাধারন সম্পাদক কেরামত আলী  Logo লক্ষীপুরের রায়পুরে একদল তরুন স্বেচ্ছাসেবক বন্যাকবলিত ২শতাধিক মানুষের মুখে হাসি ফুটিয়েছে Logo শ্রীমঙ্গলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে অব্যহতি Logo কান্দিগ্রাম শিক্ষা উন্নয়ন পরিষদ এর ২০২৪-২৫ সালের কার্যকরি কমিটি গঠন! Logo শেরপুরে জেলায় একটি মৎস্য খামার থেকে যুবকের লাশ উদ্ধার Logo সিমেক ফাউন্ডেশন এর ত্রান বিতরন কর্মসূচী- ২০২৪ Logo বামনডাঙ্গা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবরোধ। Logo বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে পরিবর্তন কার্যকরী সভাপতি জনাব আব্দুর রহিম বকস দুদু কে ভারপ্রাপ্ত সভাপতি,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হুমায়ুন কবির খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন Logo কেস স্টাডি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাহাদ ( শ্রেণীতে অমনোযোগীর কারণ অনুসন্ধান)

গোয়াইনঘাটে৷ সড়ক দূর্ঘটনায় আহত ১১ জন, ২জনের অবস্থা গুরুতর

হারুন আহমেদ:
  • আপডেট সময় : ১২:১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

হারুন আহমেদ:সিলেটের গোয়াইনঘাটে সারী-গোয়াইঘাট সড়কের ফুলেরগ্রাম মারকাজের সম্মুখে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিয়ের যাত্রী বাহী একটি মাইক্রবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে বৃদ্ধ নারী ও শিশুসহ ১১জন আহত হন। ৯ জুন রোববার বেলা ৪টার দিকে এঘটনা ঘটে। আহতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের আলকুমা বিবি (৭৮), নাজমা (২৮), জাবেদ (৬), জাবেল (৭), আল-আমীন (৩), রুবিনা (২৫), তাবাছ্ছুম (২), লিপা (৩), রনিপা (২), সুমনা (২২), মাহা (৩) ও মাশরাফি (৩)।
স্থানীয় সুত্রে জানান, গোয়াইনঘাট থানায় মাননীয় এমপি মহোদয় ইমরান আহমদের প্রটোকল ডিউটিতে যাওয়ার সময় ফুলেরগ্রাম মারকাজ নামক স্থানে এসে গোয়াইনঘাট থানায় কর্মরত পুলিশ সদস্য হাফিজুল ইসলাম সোহেল দেখতে পান একটি নোহা গাড়ি ১০-১২ জন যাত্রী নিয়ে গুরুতর এক্সিডেন্ট করে রাস্তায় পাশে পুকুরে পড়ে আছে। সাথে সাথে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের দিক নির্দেশনায় হাফিজুল ইসলাম সুহেল ও পুলিশ সদস্য জসীম উদ্দিন গাড়ি থেকে নেমে পুকুর থেকে আহত রোগীদের উদ্ধার করে গোয়াইনঘাট হাসপাতালে পাঠিয়েছেন। সেখান থেকে গুরুতর আহত ৯ জন কে সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়েছে এর মধ্যে ১ জন গর্ভবতী মহিলা ৩ জন শিশু ও একজন বৃদ্ধ মহিলাসহ মোট ৯ জন রয়েছেন। এদিকে ১ টি গরু ঘটনাস্থলে মারা যায়। বাকি ৩ জন গোয়াইনঘাট হাসপাতালে ভর্তি আছেন। আহতদের মধ্যে আলকুমা বিবি ও নাজমা বেগমের অবস্থা আশংকাজনক বলে আলকুমার ছেলে মান্নান ফির জানিয়েছেন। পুলিশ সদস্য হাফিজুল ইসলাম সুহেল জানান, রাস্তার পাশে একটি গরু রশি দিয়ে বাধা ছিল। হটাৎ গরুটি রাস্তায় এসে নোহা গাড়ির সামনে পড়ে যাওয়ার ফলে এই ভয়াবহ দূর্ঘটনা ঘটে।

ট্যাগস :
Translate »

গোয়াইনঘাটে৷ সড়ক দূর্ঘটনায় আহত ১১ জন, ২জনের অবস্থা গুরুতর

আপডেট সময় : ১২:১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

হারুন আহমেদ:সিলেটের গোয়াইনঘাটে সারী-গোয়াইঘাট সড়কের ফুলেরগ্রাম মারকাজের সম্মুখে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিয়ের যাত্রী বাহী একটি মাইক্রবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে বৃদ্ধ নারী ও শিশুসহ ১১জন আহত হন। ৯ জুন রোববার বেলা ৪টার দিকে এঘটনা ঘটে। আহতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের আলকুমা বিবি (৭৮), নাজমা (২৮), জাবেদ (৬), জাবেল (৭), আল-আমীন (৩), রুবিনা (২৫), তাবাছ্ছুম (২), লিপা (৩), রনিপা (২), সুমনা (২২), মাহা (৩) ও মাশরাফি (৩)।
স্থানীয় সুত্রে জানান, গোয়াইনঘাট থানায় মাননীয় এমপি মহোদয় ইমরান আহমদের প্রটোকল ডিউটিতে যাওয়ার সময় ফুলেরগ্রাম মারকাজ নামক স্থানে এসে গোয়াইনঘাট থানায় কর্মরত পুলিশ সদস্য হাফিজুল ইসলাম সোহেল দেখতে পান একটি নোহা গাড়ি ১০-১২ জন যাত্রী নিয়ে গুরুতর এক্সিডেন্ট করে রাস্তায় পাশে পুকুরে পড়ে আছে। সাথে সাথে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের দিক নির্দেশনায় হাফিজুল ইসলাম সুহেল ও পুলিশ সদস্য জসীম উদ্দিন গাড়ি থেকে নেমে পুকুর থেকে আহত রোগীদের উদ্ধার করে গোয়াইনঘাট হাসপাতালে পাঠিয়েছেন। সেখান থেকে গুরুতর আহত ৯ জন কে সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়েছে এর মধ্যে ১ জন গর্ভবতী মহিলা ৩ জন শিশু ও একজন বৃদ্ধ মহিলাসহ মোট ৯ জন রয়েছেন। এদিকে ১ টি গরু ঘটনাস্থলে মারা যায়। বাকি ৩ জন গোয়াইনঘাট হাসপাতালে ভর্তি আছেন। আহতদের মধ্যে আলকুমা বিবি ও নাজমা বেগমের অবস্থা আশংকাজনক বলে আলকুমার ছেলে মান্নান ফির জানিয়েছেন। পুলিশ সদস্য হাফিজুল ইসলাম সুহেল জানান, রাস্তার পাশে একটি গরু রশি দিয়ে বাধা ছিল। হটাৎ গরুটি রাস্তায় এসে নোহা গাড়ির সামনে পড়ে যাওয়ার ফলে এই ভয়াবহ দূর্ঘটনা ঘটে।