গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
শহীদুল ইসলাম শহীদ,(গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪টায় শহরগছি আদর্শ ডিগ্রী কলেজ মাঠে শাখাহার ইউনিয়ন ওলামাদলের আয়োজনে উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে ওলামাদলের সাধারণ সম্পাদক সুফি কবি মাওলানা আনিসুজ্জামান বিদ্যুৎ (জিকির নগরী) এর আহবানে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
এসময় কর্মী সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহনেওয়াজ পল্লব,উপজেলা জাসাসের আহবায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী মুন্নাফ,সদস্য সচিব নূরনবী খন্দকার সোহাগ,পৌর আহবায়ক রাশেদ নিজাম রোমেল, পৌর সদস্য সচিব শামীম সরকার, জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক হোসাইন আহম্মেদ সজীব,ক্রান ও দুযোর্গ বিষয়ক সম্পাদক আতিক হাসান সজীব,
পৌর ছাত্র দলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আপেল, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক জুয়েল খন্দকার, উপজেলা জাসাসের যুগ্ন আহবায়ক শাকিল পাঠান, রনি, পৌর জাসাসের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন সাইদী, ফারুক সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য রাসেল মিয়া, অন্তর,শাখাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ন আহবায়ক ওমর সানী, সদস্য অসিম, শাখাহার ইউনিয়ন নবীনদলের সভাপতি গোলাম রাব্বানী,সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সালাউদ্দিন সরকার,যুবদল নেতা রুবেল মন্ডল,পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন সানা,শাখাহার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল মিয়া,সাংগঠনিক সম্পাদক নাজিরুল ইসলাম, শাখাহার ইউনিয়ন ওলামা দল নেতা লুতফর সরকার, এরশাদ সরকার, মাহফুজ সরকার, জয়নুল আবেদীন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন কাটাবাড়ী ইউনিয়ন ওলামা দলের সভাপতি মানিক।
অনুষ্ঠান শেষে ওলামা দলের সৌজন্যে অতিথিদের কে পাঞ্জাবির পিস উপহার দেয়া হয়।