শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ
বিএনপি জামায়াতের অগণতান্তিক কর্মকান্ডের বিরুদ্ধে মঙ্গলবার গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শান্তি গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে উন্নয়ন শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১নং রেলগেটে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয় চত্বরে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, শাহ জাহাঙ্গীর কবীর মিলন যুগ্ম সাধারণ সম্পাদক মাোঃ পিয়ারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিঙ্কু সহ জেলা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। শোভাযাত্রায় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়।