ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভালুকায় অসহায় পঙ্গু যুবককে হুইল চেয়ার ও নগত অর্থ ও বাজার সামগ্রী উপহার দিলেন বিএনপি নেতা মোস্তাফিজ মামুন Logo ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  Logo লক্ষীপুর জেলায় অতিবৃষ্টি ও বন্যায় কৃষি খাতে প্রায় ২২৮ কোটি টাকার ক্ষতি Logo গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত Logo ভোলার সাবেক এমপি মুকুলের বিরুদ্ধে মামলা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা Logo ময়মনসিংহের সিএনজি অটোরিকশা চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার… Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট…

গফরগাঁওয়ে রাস্তানিয়ে বিরুধের জেরে যুবককে পিটিয়ে হত্যা হত্যাকারীদের গ্রেফতারের দাবী এলাকাবাসির

মতিউর রহমান,গফরগাঁও উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

মতিউর রহমান,গফরগাঁও উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত
চরশাঁকচুরা গ্রামে রাস্তানিয়ে বিরুধের জেরে রাজিব নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে
প্রতিপক্ষ। গত শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার পাঁচভাগ ইউনিয়নের চরশাঁকচুরা
গ্রামের আমিন মিয়ার ভাড়িতে এই গঠনা গঠে। এই গঠনায় নিহতের প্রতিবন্ধি ছোট বোন
শিলা ও তার বড়ো ভাই সুজন আহত হয়েছেন। এলাকা বাসী জানান মকবুল এবং আমীন
এর মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল এবং ১০/১২ দিন পূর্বে উভয়
পক্ষের মধ্যে মারামারির গঠনাও গঠে। তারই জেরদরে গত শুক্রবার ১৯.০৪.২০২৪ ইং তারিখে মকবুলের লোকজন আমিন এর ভাড়ির চলাচলের রাস্তা বন্ধকরে দেয়। নিহত রাজিব ঐদিন জুম্মার নামাজ পড়ে এসদেখে তার ভাড়ির রাস্তা বন্ধ এবং পাশেই দেখে আশাফল কয়েকজন লোক নিয়ে দাড়িয়ে আছে রাজিব তাদের কে রাস্তার কথা বলতে
যেতেই পূব থেকে উৎপেতে থাকা মকবুল এবং আশরাফুল এর সহযোগীগন দেশীয় অশদিয়ে রাজিব কে পিটাতে থাকে। এসময় তার চিৎকার শুনে তার ভাই এবং প্রতিবন্ধি বোন এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে। এদিকে রাজিব রক্ততে অবস্থায় রাস্তায় পড়ে থাকলে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও সরকারি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন।একদিন চিকিৎসার পর রবিারদিন রাত ১০ টায় রাজিব মৃত্যুবরন করেন। এই গঠনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পাগলা থানার অসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।

ট্যাগস :
Translate »

গফরগাঁওয়ে রাস্তানিয়ে বিরুধের জেরে যুবককে পিটিয়ে হত্যা হত্যাকারীদের গ্রেফতারের দাবী এলাকাবাসির

আপডেট সময় : ১২:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

মতিউর রহমান,গফরগাঁও উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত
চরশাঁকচুরা গ্রামে রাস্তানিয়ে বিরুধের জেরে রাজিব নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে
প্রতিপক্ষ। গত শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার পাঁচভাগ ইউনিয়নের চরশাঁকচুরা
গ্রামের আমিন মিয়ার ভাড়িতে এই গঠনা গঠে। এই গঠনায় নিহতের প্রতিবন্ধি ছোট বোন
শিলা ও তার বড়ো ভাই সুজন আহত হয়েছেন। এলাকা বাসী জানান মকবুল এবং আমীন
এর মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল এবং ১০/১২ দিন পূর্বে উভয়
পক্ষের মধ্যে মারামারির গঠনাও গঠে। তারই জেরদরে গত শুক্রবার ১৯.০৪.২০২৪ ইং তারিখে মকবুলের লোকজন আমিন এর ভাড়ির চলাচলের রাস্তা বন্ধকরে দেয়। নিহত রাজিব ঐদিন জুম্মার নামাজ পড়ে এসদেখে তার ভাড়ির রাস্তা বন্ধ এবং পাশেই দেখে আশাফল কয়েকজন লোক নিয়ে দাড়িয়ে আছে রাজিব তাদের কে রাস্তার কথা বলতে
যেতেই পূব থেকে উৎপেতে থাকা মকবুল এবং আশরাফুল এর সহযোগীগন দেশীয় অশদিয়ে রাজিব কে পিটাতে থাকে। এসময় তার চিৎকার শুনে তার ভাই এবং প্রতিবন্ধি বোন এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে। এদিকে রাজিব রক্ততে অবস্থায় রাস্তায় পড়ে থাকলে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও সরকারি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন।একদিন চিকিৎসার পর রবিারদিন রাত ১০ টায় রাজিব মৃত্যুবরন করেন। এই গঠনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পাগলা থানার অসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।