ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পল্টনে মহাসমাবেশ সফল করার লক্ষে গাজীপুরে প্রস্তুতি সভা। Logo ।।ভক্ত আশেকানদের জন্য উন্মুক্ত করা হলো ফটিকছড়ির বাবা ভান্ডারীর রওজা।। Logo কালিয়াকৈরে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালিত Logo লক্ষীপুরের রায়পুরে প্রাক্তন ছাত্র ও বন্ধু মহলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ২ শতাধিক কৃষকের মাঝে ধানের চারা বিতরন Logo চট্টগ্রাম বোয়াল খালির হোরার বাগ গ্রামে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নী(সা:) মাহফিল সম্পন্ন Logo লালমোহনে রশিদ দিয়ে চাঁদাবাজি ৬ জন গ্রেফতার Logo নার্সদের নিয়ে কটুক্তির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন Logo গফরগাঁও য়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। Logo লক্ষীপুরের রায়পুরে সরকারি খালে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা Logo বাগমারায় হয়রানিমূলক মামলা ও হুমকির প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন 

খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত,আহত ২০

শাহাদাত হোসেন নোবেল: খুলনা
  • আপডেট সময় : ০৩:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন নোবেল: খুলনা

খুলনায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হোসেন। এ সময় আরো অন্তত ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘খুলনায় গত কিছুদিনের মতো আজও ছাত্রদের বিক্ষোভে কোনো টিয়ারশেল বা গুলি চালানো হয়নি। কিন্তু একপর্যায়ে ছাত্রদের মধ্য অনুপ্রবেশকারীরা ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে ও পুলিশের ওপর হামলা করে।’

এর আগে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে খুলনা নিউমার্কেট এলাকা থেকে মিছিল করে প্রায় তিন থেকে চার শ’ মানুষ জিরো পয়েন্টের দিকে যেতে থাকে। এ সময় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষকেও দিতে দেখা গেছে।

শহরের কয়েকটি এলাকা ঘুরে জিরো পয়েন্টের কাছে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় তারা। জিরো পয়েন্টে সাঁজোয়া গাড়ি, জলকামানসহ পুলিশের ব্যারিকেড ছিল।

একপর্যায়ে বেলা সাড়ে ৩টার দিকে পুলিশের সাথে উপস্থিত বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

বিক্ষোভকারীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

বেলা সাড়ে ৩টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

সন্ধ্যা ৬টার দিকে নগরীর গল্লামারী এলাকায় পুলিশের সাথে শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেন্ড নিক্ষেপ করে। এদিকে সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম পুলিশ কনস্টেবল সুমন ঘরামীসহ আহত আরও তিন পুলিশ সদস্যকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসকরা কনস্টেবল সুমনকে মৃত ঘোষনা করেন।

ট্যাগস :
Translate »

খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত,আহত ২০

আপডেট সময় : ০৩:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

শাহাদাত হোসেন নোবেল: খুলনা

খুলনায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হোসেন। এ সময় আরো অন্তত ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘খুলনায় গত কিছুদিনের মতো আজও ছাত্রদের বিক্ষোভে কোনো টিয়ারশেল বা গুলি চালানো হয়নি। কিন্তু একপর্যায়ে ছাত্রদের মধ্য অনুপ্রবেশকারীরা ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে ও পুলিশের ওপর হামলা করে।’

এর আগে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে খুলনা নিউমার্কেট এলাকা থেকে মিছিল করে প্রায় তিন থেকে চার শ’ মানুষ জিরো পয়েন্টের দিকে যেতে থাকে। এ সময় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষকেও দিতে দেখা গেছে।

শহরের কয়েকটি এলাকা ঘুরে জিরো পয়েন্টের কাছে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় তারা। জিরো পয়েন্টে সাঁজোয়া গাড়ি, জলকামানসহ পুলিশের ব্যারিকেড ছিল।

একপর্যায়ে বেলা সাড়ে ৩টার দিকে পুলিশের সাথে উপস্থিত বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

বিক্ষোভকারীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

বেলা সাড়ে ৩টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

সন্ধ্যা ৬টার দিকে নগরীর গল্লামারী এলাকায় পুলিশের সাথে শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেন্ড নিক্ষেপ করে। এদিকে সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম পুলিশ কনস্টেবল সুমন ঘরামীসহ আহত আরও তিন পুলিশ সদস্যকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসকরা কনস্টেবল সুমনকে মৃত ঘোষনা করেন।