ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যৌথবাহিনীর আভিযানে দিঘলিয়ায় অস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা গ্রেফতার Logo শেরপুরে নিখোঁজ ৭ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার, প্রেমিকাসহ গ্রেফতার ৩ Logo রেশন ও স্বাস্থ্য কার্ড এর নামে প্রতারণা, ৬ জনকে অর্থদন্ড Logo বিরামপুরে সন্তানের খোঁজে ব্যাস্ত মা, পাশের পুকুরে ভেসে উঠলো লাশ Logo ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত। Logo ভালুকায় মাদকদ্রব্যসহ বাংলা টিভির প্রতিনিধি গ্রেফতার Logo ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল Logo আমরা কি দলকানা, বিবেকহীন অন্ধজাতি? Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন: ‘ফ্যাসিস্ট হাসিনা’ ও তার পরিবারের নামে দেয়াল খচিত ছবি অপসারণের দাবি Logo ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় অভিনব কায়দায় ব্যাটারিচালিত রিকশা চুরি করা হচ্ছে।

শাহাদাত হোসেন নোবেল : খুলনা
  • আপডেট সময় : ০৬:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন নোবেল : খুলনা
খুলনার নতুনরাস্তা কেশবলাল রোড এর ইব্রাহিম পরিবহন রিক্সার গেরেজ থেকে অভিনব কায়দায় ব্যাটারিচালিত রিকশা ও ৮টি ব্যাটারি চুরি করা হয়েছে।
এ ব্যাপারে খুলনার দৌলতপুর থানায়
০৮.১১.২৪ইং তারিখে একটা অভিযোগ দায়ের করেন রিকশার মালিক ইবাদুর রহমান। তিনি জানান রিকশার ড্রাইভার নয়াবালি গাজি তার ওখানে ৩/৪ বছর রিকশা চালায় এবং সে রাতে রিকশার গেরেজে থাকতো,তার পিতা মাফেজ উদ্দিন গাজি,গ্রাম: শোভনা,থানা :ডুমরিয়া খুলনা।
নয়াবালি গাজি বৃহস্পতিবার ভোর রাতে ৫টার দিকে সে নিজে যে রিকশা চালাতো সেটা ও আরো ৮ টি ব্যাটারি চুরি করে পালায়। চোরকে খুজতে রিকশার মালিক তার বাড়ি ডুমোরিয়াই যায় এবং আসেপাশে অনেক খোজাখুজি করে রিকশা ও ব্যাটারির কোন হদিস খুজে পাওয়া যায় নি।
ভিন্ন তথ্যে যানাযায় এসব চোরাই রিকশা ৮ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। আবার চোরাইকৃত রিকশা ৫ থেকে ৭ হাজার টাকা দালালদের মাধ্য পরিশোধ করে তা ফেরতও দেয়। আবার খুলনায় বিভিন্ন জায়গায় রয়েছে সংঘবদ্ধ চোরচক্র।
রাতের আঁধারে ওই ইজিবাইক, রিকশা-ভ্যান ও চুরি করা মালামাল অন্য জেলায় পাঠিয়ে দেয়। যন্ত্রপাতি খুলে একটির মালামাল অন্যটিতে লাগিয়ে আমূল পরিবর্তন আনে রিক্সা-ভ্যান ইজিবাইকে। অনেক সময় যাত্রী সেজে চালককে কিছু কিনতে পাঠায়। আর দোকানে গেলে গাড়ি চুরি করে সটকে পড়ে।

দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ভুক্তভোগীদের বলেন আমারা আপনাদের পাশে আছি। চোরের মাল উদ্ধারে আমরা আপনাদের সর্বত্মক সাহায্য সহোযোগিতা করছি।

ট্যাগস :
Translate »

খুলনায় অভিনব কায়দায় ব্যাটারিচালিত রিকশা চুরি করা হচ্ছে।

আপডেট সময় : ০৬:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

শাহাদাত হোসেন নোবেল : খুলনা
খুলনার নতুনরাস্তা কেশবলাল রোড এর ইব্রাহিম পরিবহন রিক্সার গেরেজ থেকে অভিনব কায়দায় ব্যাটারিচালিত রিকশা ও ৮টি ব্যাটারি চুরি করা হয়েছে।
এ ব্যাপারে খুলনার দৌলতপুর থানায়
০৮.১১.২৪ইং তারিখে একটা অভিযোগ দায়ের করেন রিকশার মালিক ইবাদুর রহমান। তিনি জানান রিকশার ড্রাইভার নয়াবালি গাজি তার ওখানে ৩/৪ বছর রিকশা চালায় এবং সে রাতে রিকশার গেরেজে থাকতো,তার পিতা মাফেজ উদ্দিন গাজি,গ্রাম: শোভনা,থানা :ডুমরিয়া খুলনা।
নয়াবালি গাজি বৃহস্পতিবার ভোর রাতে ৫টার দিকে সে নিজে যে রিকশা চালাতো সেটা ও আরো ৮ টি ব্যাটারি চুরি করে পালায়। চোরকে খুজতে রিকশার মালিক তার বাড়ি ডুমোরিয়াই যায় এবং আসেপাশে অনেক খোজাখুজি করে রিকশা ও ব্যাটারির কোন হদিস খুজে পাওয়া যায় নি।
ভিন্ন তথ্যে যানাযায় এসব চোরাই রিকশা ৮ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। আবার চোরাইকৃত রিকশা ৫ থেকে ৭ হাজার টাকা দালালদের মাধ্য পরিশোধ করে তা ফেরতও দেয়। আবার খুলনায় বিভিন্ন জায়গায় রয়েছে সংঘবদ্ধ চোরচক্র।
রাতের আঁধারে ওই ইজিবাইক, রিকশা-ভ্যান ও চুরি করা মালামাল অন্য জেলায় পাঠিয়ে দেয়। যন্ত্রপাতি খুলে একটির মালামাল অন্যটিতে লাগিয়ে আমূল পরিবর্তন আনে রিক্সা-ভ্যান ইজিবাইকে। অনেক সময় যাত্রী সেজে চালককে কিছু কিনতে পাঠায়। আর দোকানে গেলে গাড়ি চুরি করে সটকে পড়ে।

দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ভুক্তভোগীদের বলেন আমারা আপনাদের পাশে আছি। চোরের মাল উদ্ধারে আমরা আপনাদের সর্বত্মক সাহায্য সহোযোগিতা করছি।