ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোলার সাবেক এমপি মুকুলের বিরুদ্ধে মামলা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা Logo ময়মনসিংহের সিএনজি অটোরিকশা চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার… Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বাবা-ছেলের সাজা

আমীনুল ইসলাম, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে

আমীনুল ইসলাম, স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে বাবা ও ছেলেকে কারাদণ্ড দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে জেলা সদরের পৌর এলাকার চামড়ার গোলা নয়াগ্রামে এই অভিযান চালানো হয়। এ সময় তাঁদের জরিমানাও করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত দুজন হলেন মো. ইসলাম (৫৭) ও তাঁর ছেলে হৃদয় খান (২৭)। ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং হৃদয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাবা-ছেলে উভয়কে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত ইসলাম ও তাঁর ছেলে হৃদয় দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। ইসলাম নিয়মিত হেরোইন সেবন করে বাড়িতে জিনিসপত্র ভাঙচুর করেন। মাদকের টাকার জোগান দিতে তিনি পরিবারের আসবাবপত্রও বিক্রি করেন।

বাবা-ছেলের মাদকাসক্তির কারণে পরিবারে অশান্তি লেগেই থাকে। এর আগে দুজনই মাদক মামলায় কারাভোগ করেছেন।

আজ রোববার বাড়িতে বসে মাদক সেবনের অভিযোগ পেয়ে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল। সেখানে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের সাজা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুসফিকুল আলম হালিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তদের মাদকাসক্ত অবস্থায় পাওয়া গেছে। তাঁদের কাছে দশমিক এক গ্রাম গলানো হেরোইন পাওয়া গেছে। সাজা ঘোষণার পর বাবা-ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

Translate »

কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বাবা-ছেলের সাজা

আপডেট সময় : ০৯:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

আমীনুল ইসলাম, স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে বাবা ও ছেলেকে কারাদণ্ড দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে জেলা সদরের পৌর এলাকার চামড়ার গোলা নয়াগ্রামে এই অভিযান চালানো হয়। এ সময় তাঁদের জরিমানাও করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত দুজন হলেন মো. ইসলাম (৫৭) ও তাঁর ছেলে হৃদয় খান (২৭)। ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং হৃদয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাবা-ছেলে উভয়কে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত ইসলাম ও তাঁর ছেলে হৃদয় দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। ইসলাম নিয়মিত হেরোইন সেবন করে বাড়িতে জিনিসপত্র ভাঙচুর করেন। মাদকের টাকার জোগান দিতে তিনি পরিবারের আসবাবপত্রও বিক্রি করেন।

বাবা-ছেলের মাদকাসক্তির কারণে পরিবারে অশান্তি লেগেই থাকে। এর আগে দুজনই মাদক মামলায় কারাভোগ করেছেন।

আজ রোববার বাড়িতে বসে মাদক সেবনের অভিযোগ পেয়ে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল। সেখানে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের সাজা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুসফিকুল আলম হালিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তদের মাদকাসক্ত অবস্থায় পাওয়া গেছে। তাঁদের কাছে দশমিক এক গ্রাম গলানো হেরোইন পাওয়া গেছে। সাজা ঘোষণার পর বাবা-ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।