কালিয়াকৈরে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০২:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে
তুষার আহম্মেদ
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ
বাংলার প্রতিচ্ছবি স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মোহনা টেলিভিশনের ১৪ বছরে পদার্পন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মোহনা টেলিভিশনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি আলহাজ হোসেনের সভাপতিত্বে মাকিষবাথান এলাকায় কালিয়াকৈর প্রেস ক্লাবের ভবনে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাওার, কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের হোসেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা,প্রথম আলোর গাজীপুর জেলা প্রতিনিধি মাসুদ রানা।
কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাহবুব হাসান মেহেদী সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলার যুগান্তর প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেস ক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম।
উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেস ক্লাবের সহ সভাপতি এম তুষারী, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন সানি, তথ্য ও গবেষনা সম্পাদক কামাল হোসেন বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহলম সিকদার, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য বৃন্দ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।