কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আপডেট সময় : ০৪:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
তুষার আহম্মেদ
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর বোয়ালি ইউনিয়নের চা-বাগান এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় ত্রিশ লক্ষ টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায় দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে সরকারি জমি জবরদখল করে ফলের দোকান ও ফার্মেসী দিয়েছে একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ সময় সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সামনে অবৈধভাবে গড়ে ওঠা চারটি দোকান ঘর ভেঙে ঘুরিয়ে দেয় ভ্রাম্যমান আদালত। তবে এ অভিযানে কাউকে কোন জরিমানা করা হয়নি। বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চা বাগান বাজার এলাকায় চা বাগান উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে সরকারি জমিতে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনায় অভিযান পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী ।ভেঙে দেওয়া চারটি স্থাপনার মধ্যে ফারুক হোসেন, আনোয়ার হোসেন ও শহীদ মিয়ার তিনটি ফলের দোকান ও ইমারত হোসেনের ফার্মেসী ভেঙে দেয়া হয়েছে। তবে এ অভিযানে কাউকে কোন জরিমানা করা হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, আগে থেকে অভিযোগ ছিল, তাই সরকারি হাসপাতালের সামনে খাস জমিতে নির্মিত কিছু অবৈধ স্থাপনা এখান থেকে উচ্ছেদ করা হয়েছে তবে এ অভিযান অব্যহত থাকবে।