কালিয়াকৈরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

- আপডেট সময় : ০৯:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

তুষার আহম্মেদ,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাইনকিনি এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আলামিন হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।আহত হয়েছে কামরুল হাসান শিক্ষার্থী। এরা দুজনই ছাত্রলীগের সদস্য।
নিহত হলেন উপজেলার বরিয়াবহ এলাকার মোতালেব হোসেনের ছেলে আলামিন হোসেন(২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিদায় অনুষ্ঠান হয়েছিল গতকাল এই বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি হয়।
ওই মারামারির ঘটনায় বৃহস্পতিবার বিকেলে সমাধান করার কথা ছিল। এরই সূত্র ধরে উপজেলা ডাইনকিনি এলাকায় বৃহস্পতিবার দুপুরে হাজ্বী মোকদম আলী প্লাজার সামনে কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানের নেতৃত্বে কাউসার, আলামিন সহ ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আলামিন ও কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে তাদের ডাক চিৎকার এলাকাবাসী এগিয়ে আসলে ততক্ষণে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত দুই জন কে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক আলামিন কে মৃত ঘোষণা করেন।
কামরুল হাসান কে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে প্রেরণ করা হয়।
এবিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।