তুষার আহম্মেদ
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
আমার ভাই মরলো কেনো জবাব চাই এই স্লোগান কে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শুক্রবার জুমার নামাজের পর সাধারণ ছাত্র-ছাত্রী ও সাধারণ জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড চত্বর ও উপজেলার সফিপুরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে সড়কের উপর সংক্ষিপ্ত পথসভা করেন।এ সময় বিপুলসংখ্যক পুলিশকে সতর্কাবস্থায় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়।বিক্ষোভ কারীরা সরকারের পদত্যাগ সহ এ আন্দোলনে হত্যাকান্ডের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন।