কালিয়াকৈরে গুম ও হত্যার প্রতিবাদে যুবদলের সমাবেশ।
- আপডেট সময় : ০৬:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
তুষার আহম্মেদ
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
বিগত দিনে আওয়ামীলীগ ও শেখ হাসিনার সরকারের গুম, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দরা। কালিয়াকৈরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামানের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তপন খান, পৌর যুব দলের আহ্বায়ক জয়নাল আবেদীন ও পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে,এখন আওয়ামী লীগের কুচক্র ও সন্ত্রাসী বাহিনী দেশকে অস্থিতিশীল করার জন্য গুম,খুন,লুটতরাজ্য সহ সনাতন ধর্মাবলম্বীদের উপরে হামলা এবং তাদের বাড়িঘর, উপাসনালয়ে হামলা সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। বক্তারা আরো বলেন, আমরা জাতীয়তাবাদী শক্তি স্বৈরাচারী আওয়ামীলীগ ও শেখ হাসিনার সরকারের অপকর্মের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাই এবং বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন রাজপথে থেকে আওয়ামীলীগের এ ধরনের নৈরাজ্য প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।সমাবেশের আগে কালিয়াকৈর বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল কালিয়াকৈর বাজার ও বাস টার্মিনাল চত্বর প্রদক্ষিণ করে।
১৪-০৮-২৫