কালিয়াকৈরে গার্মেন্টস কর্মীকে ঢেকে নিয়ে নৃশংস ছিনতাই
- আপডেট সময় : ০২:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে ইকোটেক্স গার্মেন্টসের এক কর্মচারী আবিদ আহমেদকে দুজন নারীসহ ৬-৭ জনের একটি দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৮ লাখ টাকা, সোনার হাতের আংটি, পাসপোর্ট এবং এনআইডি কার্ড ছিনিয়ে নিয়েছে। এই ঘটনাটি বুধবার সন্ধ্যায় ইকোটেক্স ২নং গেট সংলগ্ন গলির পেছনে ঘটে।
এবিষয়ে জানতে চাইলে আবিদ আহমেদ জানিয়েছেন, তিনি অফিস থেকে বাড়ি ফিরার পথে বিদেশ যাওয়ার জন্য জমানো টাকা ও পাসপোর্ট নিয়ে যাচ্ছিলেন।
এই সময় দুজন নারীসহ একদল অজ্ঞাত ব্যক্তি তাকে গলির পেছনে ডেকে নিয়ে গলায় ছুরি লাগিয়ে তার কাছে থাকা সমস্ত মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে। তিনি দু’একজন ছিনতাইকারীকে চিনতে পারেন বলে দাবি করেছেন।
পরবর্তী ঘটনা:
* আহত: ছিনতাইয়ের সময় আবিদ আহমেদ আহত হয়েছেন এবং তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
* স্থানীয়দের প্রতিক্রিয়া: স্থানীয়রা এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
মূল বিষয়:
* নৃশংস ছিনতাই: এই ঘটনাটি একটি নৃশংস ছিনতাইয়ের ঘটনা।
* অনেকগুলো অপরাধী: ছিনতাইয়ের সাথে দুজন নারীসহ ৬-৭ জন জড়িত থাকার কথা জানা গেছে।
* অস্ত্রের প্রয়োগ: ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এই কাজটি করেছে।
* উচ্চ পরিমাণের লোপাট: আবিদ আহমেদের কাছ থেকে ৮ লাখ টাকা, সোনার আংটি, পাসপোর্ট এবং এনআইডি কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে।
কালিয়াকৈরে ঘটে যাওয়া এই ছিনতাইয়ের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।#