কালিয়াকৈরে ইয়াবা ও হেরোইন সহ মাদক ব্যবসায়ী ও কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন গ্রেপ্তার।
- আপডেট সময় : ১২:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
তুষার আহম্মেদ
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের পল্লীবিদুৎ এলাকায় সোমবার বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হোসাফ মিটার কারখানার সামনে থেকে ইয়াবা ও হেরোইনসহ আলমগীর হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় তার কাছ থেকে একটি মাদক বহনকারী মোটরসাইকেল ও ইয়াবা সহ হিরোইন উদ্ধার করা হয় ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর হোসেন দীর্ঘ দিন ধরে সাংবাদিকতার মতো মহান পেশার আড়ালে মাদকের ব্যবসা করে আসছে। এছারাও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত মোটা অংকের চাঁদা নিতো বলেও স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনার দিন বিকাল সাড়ে তিনটার দিকে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার পল্লীবিদুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি ভাঙ্গাড়ীর দোকান থেকে তাকে ইয়াবা ও হিরোইন সহ গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার এস-আই- রাফছান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেন কে ইয়াবা ও হিরোইন সহ গ্রেপ্তার করা হয়েছে। সে তার ব্যবহৃত মোটর সাইকেলের সিটের নিচে মাদক বহন করছিলো ।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
তারিখ ২৭-১১-২৩ইং