কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নৌকার মাঝি আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান।
- আপডেট সময় : ১০:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে
মোঃইদ্রিস আলী স্টাফ রিপোটার কালিগঞ্জঃ
সাতক্ষীরা ৪ আসনে (কালিগঞ্জ ও শ্যামনগর) বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়ায় বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে জননেতা এস এম আতাউল হক দোলনকে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা আ’লীগ ও উপজেলা যুবলীগের আয়োজনে কালিগঞ্জ উপজেলায় খানবাহাদুর আহছানউল্লা সেতু সংলগ্নে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্তরে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট। উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম এর পরিচালনায় এসময় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা আ’লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সাতক্ষীরা ৪ আসনে সদ্য ঘোষিত নৌকার মাঝি এসএম আতাউল হক দোলনকে বরণ করে নিতে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন ও কালিগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে শতশত মটর সাইকেল যোগে নেতাকর্মীরা অংশগ্রহণ করেণ। এর আগে এস এম আতাউল হক দোলন সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেণ এবং মাজারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন।