ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পল্টনে মহাসমাবেশ সফল করার লক্ষে গাজীপুরে প্রস্তুতি সভা। Logo ।।ভক্ত আশেকানদের জন্য উন্মুক্ত করা হলো ফটিকছড়ির বাবা ভান্ডারীর রওজা।। Logo কালিয়াকৈরে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালিত Logo লক্ষীপুরের রায়পুরে প্রাক্তন ছাত্র ও বন্ধু মহলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ২ শতাধিক কৃষকের মাঝে ধানের চারা বিতরন Logo চট্টগ্রাম বোয়াল খালির হোরার বাগ গ্রামে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নী(সা:) মাহফিল সম্পন্ন Logo লালমোহনে রশিদ দিয়ে চাঁদাবাজি ৬ জন গ্রেফতার Logo নার্সদের নিয়ে কটুক্তির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন Logo গফরগাঁও য়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। Logo লক্ষীপুরের রায়পুরে সরকারি খালে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা Logo বাগমারায় হয়রানিমূলক মামলা ও হুমকির প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন 

কবিতা : পথেই ঠিকানা

কামরুল হাছান
  • আপডেট সময় : ০৫:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে

পথেই ঠিকানা

কামরুল হাছান

পথের মানুষ তারা
পথই যে ঠিকানা,
পথ শিশুরা কেন আজ
সমাজের আবর্জনা।

দিক বেদিক ছুটে চলা
গন্তব্য নেই জানা,
পলিথিনে খাবার খায়
আদর সোহাগ পায়না।

কোথায় করে গোসল ওরা
কোথায় তাদের বালিশ,
কোথায় বলবে দুঃখ ওরা
কোথায় করবে নালিশ।

যেখানে রাত সেখানেই কাত
এটাইতো তাদের জীবন,
ভাগ্য যে আর নেইযে তার
কে বুঝবে তাদের মন।

তাদেরতো ইচ্ছে করে
মুক্ত মনে করবে একটু খেলা,
মায়ের কোলে আপন নিড়ে
ফিরবে যে হায় অস্ত গেলে বেলা।

সবারিতো স্বপ্ন তাকে
নিজের সন্তান বড় হয়ে
হবে উকিল মুক্তার
আরো বড় কিছু,
পথশিশুরা দলে দলে
হাজার স্বপ্ন পায়ে দলে
ছুটছে তারা ভাগ্যের পিছুপিছু।

হয়না তাদের আশা পুরন
হৃদয়ে হয় রক্তক্ষরন,
ঝড় তুফান আর গরমে
তাদের যুদ্ধ আজীবন।

ট্যাগস :
Translate »

কবিতা : পথেই ঠিকানা

আপডেট সময় : ০৫:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

পথেই ঠিকানা

কামরুল হাছান

পথের মানুষ তারা
পথই যে ঠিকানা,
পথ শিশুরা কেন আজ
সমাজের আবর্জনা।

দিক বেদিক ছুটে চলা
গন্তব্য নেই জানা,
পলিথিনে খাবার খায়
আদর সোহাগ পায়না।

কোথায় করে গোসল ওরা
কোথায় তাদের বালিশ,
কোথায় বলবে দুঃখ ওরা
কোথায় করবে নালিশ।

যেখানে রাত সেখানেই কাত
এটাইতো তাদের জীবন,
ভাগ্য যে আর নেইযে তার
কে বুঝবে তাদের মন।

তাদেরতো ইচ্ছে করে
মুক্ত মনে করবে একটু খেলা,
মায়ের কোলে আপন নিড়ে
ফিরবে যে হায় অস্ত গেলে বেলা।

সবারিতো স্বপ্ন তাকে
নিজের সন্তান বড় হয়ে
হবে উকিল মুক্তার
আরো বড় কিছু,
পথশিশুরা দলে দলে
হাজার স্বপ্ন পায়ে দলে
ছুটছে তারা ভাগ্যের পিছুপিছু।

হয়না তাদের আশা পুরন
হৃদয়ে হয় রক্তক্ষরন,
ঝড় তুফান আর গরমে
তাদের যুদ্ধ আজীবন।