সংবাদ শিরোনাম ::
কবিতা : পথেই ঠিকানা

কামরুল হাছান
- আপডেট সময় : ০৫:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

পথেই ঠিকানা
কামরুল হাছান
পথের মানুষ তারা
পথই যে ঠিকানা,
পথ শিশুরা কেন আজ
সমাজের আবর্জনা।
দিক বেদিক ছুটে চলা
গন্তব্য নেই জানা,
পলিথিনে খাবার খায়
আদর সোহাগ পায়না।
কোথায় করে গোসল ওরা
কোথায় তাদের বালিশ,
কোথায় বলবে দুঃখ ওরা
কোথায় করবে নালিশ।
যেখানে রাত সেখানেই কাত
এটাইতো তাদের জীবন,
ভাগ্য যে আর নেইযে তার
কে বুঝবে তাদের মন।
তাদেরতো ইচ্ছে করে
মুক্ত মনে করবে একটু খেলা,
মায়ের কোলে আপন নিড়ে
ফিরবে যে হায় অস্ত গেলে বেলা।
সবারিতো স্বপ্ন তাকে
নিজের সন্তান বড় হয়ে
হবে উকিল মুক্তার
আরো বড় কিছু,
পথশিশুরা দলে দলে
হাজার স্বপ্ন পায়ে দলে
ছুটছে তারা ভাগ্যের পিছুপিছু।
হয়না তাদের আশা পুরন
হৃদয়ে হয় রক্তক্ষরন,
ঝড় তুফান আর গরমে
তাদের যুদ্ধ আজীবন।
Translate »