কটিয়াদী উপজেলা প্রেসক্লাবে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে

সোহাগ মিয়া , কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় বৈদেশিক বাণিজ্য সম্পাদক লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন, আচমিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, কটিয়াদী উপজেলা গণপরিষদের আহ্বায়ক আলিনুজ্জামান মহসিন।
কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি , বাংলা টিভি কটিয়াদী উপজেলা প্রতিনিধি সৈয়দ মুরসালিন দারাশিকোর সভাপতিত্বে ও সাংবাদিক সবুজ বাঙালীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি তরঙ্গ নিউজ প্রতিনিধি সোহাগ মিয়া, দৈনিক বাংলাদেশের খবর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুর রউফ ভূঁইয়া প্রমুখ।
মতবিনিময় সভায় গণধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন , সাংবাদিকতা সমাজের দর্পণ। সুন্দর, সুস্থ দেশ বিনির্মাণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । সত্য , বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে তিনি এ সময় সাংবাদিকদের পাশে সর্বদা থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। মত বিনিময় সভায় কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।