একুশে পদক প্রাপ্ত বিনয়বাঁসির মৃত্যুবার্ষিকীতে ইউএনও রহমত উল্লাহ

- আপডেট সময় : ০৭:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ২২ বার পড়া হয়েছে

এম,মছিবুর রহমান বাবুল উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
ঢোলের খ্যাত যাদুকর এশিয়ার বিখ্যাত ঢোলবাদক কিংবদন্তি একুশে পদক প্রাপ্ত লোকশিল্পী বিনয়বাঁসী জলদাসের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গত(৬ এপ্রিল) রবিবার বোয়াল খালি উপজেলার পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে তাহার বসত ভিটায় ভাস্কর্য চত্বরে শিল্পীর স্বরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান “বিনয়বাঁসী শিল্পী গোষ্ঠীর আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে সকাল ১০ টায় বিনয়বাঁসীর সমাধি ও প্রতিকৃতি ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও শিল্পীর আত্বার শান্তি কামনায় একমিনিট নীরবতা পালন করার মধ্যে দিয়ে বিনয়বাঁসি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক বিপ্লব জলদাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়া পারু।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়াল খালি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রহমত উল্লাহ,তিনি তাহার বক্তব্যে বলেন বিনয়বাঁসী শুধু একজন ব্যক্তি নন,তিনি সময় আর কালের উর্ধে। তাহার দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যেতে পারলেই সমৃদ্ধ হবে আগামী প্রজন্ম, সম্মানিত হবো আমরা।
যত বেশি সংস্কৃতি চর্চায় আমরা এগিয়ে যাবো ততই শুদ্ধতম মুগ্ধতার আলোকবর্তিতা ছড়িয়ে পরবে সমাজে।
এতে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল,সাংবাদিক ও সংস্কৃতিকর্মী সবুজ ভদ্র অরণ্য, কোষাধ্যক্ষ কালীপদ দাস,সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস,সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস সহ-সাংস্কৃতি সম্পাদক মোহাম্মদ এসকান্দর,সাহিত্য ও পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদূল কান্তি দে,নির্বাহী সদস্য অর্পিতা ঘোষ,প্রীতি দাস,পিন্টু দাশ,বর্ষা দাশ,পুষ্পিতা দাশ, অদিতি দাশ,সুপ্রিয়া দাশ,নন্দিনী দাশ,মোহিনী দাশ,নিকাশ দাশ,ও অর্পণ দাশ প্রমূখ। সভায় অন্যান্য বক্তারা বলেন, বিনয়বাঁসী জাতির শ্রেষ্ঠ সম্পদ,তারঁ জম্মে আমরা গর্বিত,এই সম্পদকে সঠিক ভাবে মূল্যয়ন করা সকলের দায়িত্ব ও কর্তব্য।