একইদিনে দেশের দুই স্থানে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো
- আপডেট সময় : ১০:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে
মোঃ রাসেল হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:
১৭ই জুলাই বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর উদ্যোগে একই সাথে ২ টা জেলাতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সদরপুর উপজেলা শাখা, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর সদরপুর উপজেলা শাখা এর উদ্যোগে ৯৩ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এটি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বিশ্ব জাকের মনজিল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে মোট ১৯০ জন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অন্যদিকে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এর উদ্যোগে ৯৪ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার নোয়াঁগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পেইন টি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইন মোট ৩২০ জন শিক্ষার্থীদের কে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে।
রক্তদানের কার্যক্রমকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে এবং সচেতনতা বৃদ্ধি করতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এই ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ আয়োজন করে। ইতিমধ্যে ৯৪ টি ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন করেছে।