উজানিসার উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন
- আপডেট সময় : ১২:১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
দেলোয়ার হোসাইন মাহদী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন উজানিসার জয়নাল আবেদীন খাঁন উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের উদ্বোধন করা হয়েছে।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব লায়ন মাহবুব খাঁন সুমন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩নং আসনের সংসদ সদস্য জনাব র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরী।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হতে পারলে অত্র অঞ্চলের অসমাপ্তিত রাস্তাঘাটের উন্নয়নসহ জনগণের চাহিদা অনুযায়ী সার্বিক উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, এই গ্রামটাকে আমরা আসলেই উজানী শহরে উন্নীত করে দেব। উজানিসার গ্রাম আর উজানিসার থাকবে না, ইনশাআল্লাহ।
এটা উজানী শহর গ্রাম হয়ে যাবে। গ্রামটা একটা আদর্শ শহর হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আপনাদের সমর্থন নিয়ে যদি আমরা আমাদের সরকার গঠন করতে পারি এবং আমি সংসদ সদস্য হতে পারি তাহলে আপনাদের ঘাটিয়ারা-উজানিসার রাস্তা করে দিব ইনশাআল্লাহ।
পরিশেষে তিনি উজানিসার গ্রামের মানুষের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করেছেন।
এছাড়াও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব লায়ন মাহবুব খাঁন সুমন সাহেব, এলাকার বর্তমান মেম্বার জনাব সেলিম সাহেব, সদর থানার কৃষক লীগের সভাপতি জনাব নূর মোহাম্মদ খলিফা,বিশিষ্ট সমাজসেবক জীবন খান সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেয়র জনাব হেলাল উদ্দিন।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান মন্টু।
১২নং বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা।
সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ খলিফা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজানিসার জয়নাল আবদিন খাঁন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ বাচ্চু তালুকদার ও বাসুদেব ইউনিয়ন আওয়ামী যুব লীগের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ জাকির হোসেন, মুহাম্মাদ নুরুজ্জামান খাঁন শিপন।
অনুষ্ঠান শেষে বাসুদেব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ইসহাক ভূইয়া ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডাঃ মরহুম জয়নাল আবেদীন খাঁনের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।