মো: সজিব হোসেন
পাবনা জেলা প্রতিনিধি :
বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী তার ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার বিকেলে নিজ অফিস কক্ষে বসে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্রে সাক্ষর করে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেন। এসময় কাকলীর দুই ছেলে, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রাপ্তীসহ অন্যান্য সমন্বয়ক ও উপস্থিত ছিলেন। বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বয়কসহ সদস্য,সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তা-সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কাকলীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মিছিল নিয়ে কাকলী আপা ভুঁয়া,ভুঁয়া বলে ¯স্লোগান দিতে দিতে উপজেলা ক্যাম্পাস ত্যাগ করেন। একই সাথে সেনা ও পুলিশ কর্মকর্তা-সদস্য এবং পদত্যাগী কাকলী তার দুই ছেলেকে নিয়ে একটি তিন চাকার ইঞ্জিন চালিত রিক্সা যোগে উপজেলা পরিষদ ক্যাম্পাস ত্যাগ করেন।