মো: সজিব হোসেন, পাবনা প্রতিনিধি:
শুক্রবার বিকালে পাকশী বিভাগীয় রেলওয়ে মাঠে আঞ্চলিক ক্রীড়া পরিষদ রাজশাহীর ব্যবস্থাপনায় ও বিভাগীয় ক্রীড়া সংস্থা পাকশির আয়োজনে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় আন্ত:বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিম রেলওয়ে প্রধান প্রকৌশলী আসাদুল প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ সভাপতি হিসেবে খেলোয়াড়দের অভ্যর্থনা ও খেলার উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে এসি ব্রিজ রাজশাহীর মীর লিয়াকত আলী,ডিইও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান,বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও পাকশী বিভাগীয় প্রকৌশলী দুই বীরবল মন্ডল,বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার সুমন, ডিএসটিই রাজিবব বিল্লাহ,ডিইই রিফাত শাকিল,আওয়ামীলীগ নেতা হাবিবুল ইসলাম,শ্রমিকলীগের কেন্দ্রিয় নেতা নজরুল ইসলাম,শ্রমিকলীগ নেতা ইকবাল হায়দারসহ রেলওয়ে পাকশী বিভাগীয অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম দিনের উত্তেজনাপূর্ণ এ খেলায় পাকশী ৩-০ গোলে রাজশাহীকে পরাজিত করে শিরোপা অর্জন করে। পরে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা পুরস্কার বিতরণ করেন।