মো: সজিব হোসেন (পাবনা জেলা প্রতিনিধি //
ঈশ্বরদীর দাশড়িয়া তেতুলতলা মোড়ে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল তৃতীয় শ্রেণীর ছাত্র ও নয় বছরের জিহাদ হোসেন এসময় তাকে নাটকীয়ভাবে অপহরণ করা হয়। এরপর শুরু হয় পরিবারের পক্ষ থেকে খোজাখুজি। সারারাতেও তার সন্ধান পাওয়া না গেলেও শনিবার সকালে জিহাদের মুনসিদপুর তেঁতুলতলাস্থ পরিত্যক্ত খাদ্য গুদামের ঝোপের মধ্যে থেকে বিবস্ত্র অবস্থায় মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ। নিহত জিহাদ হোসেন মুনসিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে ।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, জিহাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত শেষ হলে বি¯স্তারিত জানানো যাবে।