ইতিপূর্বে পুলিশকে দলীয় সংগঠনে পরিণত করা হয়েছিল -ডিআইজি আশরাফুর রহমান
- আপডেট সময় : ০৮:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
ববি রানী রায়
ময়মনসিংহ বিভাগের ডিআইজি আশরাফুর রহমান বলেছেন, বিগত ১৫ বছরে আন্দোলনে বিরোধী পক্ষের দাবিদাওয়া না মেনে গুম খুন ও গায়েবী মামলা দিয়ে পুলিশকে সব সময় বিতর্কিত করা হয়েছে এটা সত্য। ইতিপূর্বে পুলিশকে দলীয় সংগঠনের পরিণত করা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে আজ ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের গণঅভ্যুত্থানে ফ্যাসিজিয়মের ধারক বাহক এর পতন হয়েছে। কিন্তু ফ্যাসিজমের চিন্তা চেতনার পতন হয়েছে কিনা সেটা আমাদের সময়ের দাবি।
তিনি ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গত ৫ আগস্ট শেরপুর সদর থানায় অগ্নিসংযোগ ও লুটপাট এর ঘটনায় ক্ষতিগ্রস্তসহ জেলায় অন্যান্য পুলিশ অফিস পরিদর্শনে এসে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কালে এসব কথা বলেন।
তিনি এ সময় আরো বলেন, আমরা এখন একটি রক্তের পাটাতনের উপর দাঁড়িয়ে আছি। আমাদের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংবাদিক আদিল মাহমুদ উজ্জল, আবুল হাশিম, জাহিদুল খান সৌরভ, ইমরান হাসান রাব্বি, সুলতান আহমেদ ময়না প্রমূখ।