ভিক্টর বিশ্বাস চিতা
স্টাফ রিপোর্টারঃ
গত পনেরো বছর আগে বাংলাদেশের মানুষের একটি সরকারের কাছে যা চাওয়া পাওয়া সহ যে ধরনের দায় দাবি ছিলো।
তারচেয়েও পনেরো গুণ বেশি উন্নয়ন হয়েছে সমগ্র দেশ জুড়ে। এ কথাটি দিবালোকের মতো সত্যি।
যা কেউ অস্বীকার করছে না বতর্মানে। সর্ব শ্রেনির মানুষেরা আজকে মহা খুশি।
দেশের পঞ্চমুখী উন্নয়নে সমগ্র দেশ জুড়ে বেকার লোক খোঁজে পাওয়া যাচ্ছে না যার যার অবস্থান থেকে কোনো না কোনো কর্ম করার অপুরন্ত সুযোগ সৃষ্টি হয়েছে।
আজকে একজন সফল রাষ্ট্র নায়ক হিসেবে সারা দুনিয়ার বিশ্ব নেতারা প্রশংসা করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।
সমগ্র জাতিকে এতো দূত একটি টেকসই জাতি হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন দেশের রাষ্ট্র প্রধান।
এই ধরনের বৃহৎ বৃহৎ উন্নয়ন দেখে দেশের এক শ্রেণির হাতে গোনা কিছু লোক দেশে বিদেশে থেকে সরকারের সুনাম নষ্ট করার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওরা হলো নিজের পায়ে নিজেই কুড়াল মারার লোক।
আপনার যদি চোখ থেকে থাকে এবং আপনি বাংলাদেশের যে কোনো জেলায় অথবা উপজেলায় বাস করেন না কেন।
একটু সুনজরে থাকিয়ে দেখুন আপনার এলাকায় কি পরিমাণ উন্নয়ন হয়েছে। তা দেখার পর আপনি আপনাকে প্রশ্ন করুন।
সবার জীবন আরো সুন্দর হোক। এই কামনা রইল।
অথই নূরুল আমিন