মোঃ জামাল হোসেন,সাভার প্রতিনিধি:
মুক্ত খবর পএিকার স্টাফ রিপোর্টার মোঃ সেলিম রেজার বাসা থেকে ২৭/৫/২৪ রাত সারে তিনটার দিকে আশুলিয়া পল্লীবিদ্যুত হাজী সোনামিয়া রোডে এই ঘটনা ঘটে হাতে লোহার অস্ত্র নিয়ে তালা ভেংগে বাইক টি চুরি করে।
এটা হলো সিসিটিভি ফুটেজ, এর সাথে জরিত আছে এলাকার কিছু ভাড়াটিয়া, যারা দিন রাতে ২৪ ঘন্টা নেশায় আশক্ত থাকেন।
ভিবিন্ন সময় টাকার প্রয়োজন হলে চুরি করান বাহিরের লোক দ্বারা। ভুক্তভোগি বলেন থানার মাধ্যমে আইনী সকল চেষ্টা চালানো হচ্ছে।
এই চোর এলাকার বাহিরের হলেও ধারণা করা হচ্ছে এলাকার কিছু লোক জড়িত আছে। সাংবাদিকের গাড়ি চুড়ি আসলে দুঃখ জনক বিষয়।
তাই আসুন ভুক্তভোগির পাশে দাড়িয়ে গাড়ি নয় চোরকে ধরার চেস্টা করি। রাত হলেই বেড়ে যায় পল্লীবিদ্যুত হাজী সোনামিয়া রোডের আশেপাশে সকল দিকে চুরির উপদ্রব। প্রায় সময় সোনা যায় চুরির ঘটনা।
এর সাথে কারা জড়িত আছে তা আইনী মাধ্যমে প্রমান করা উচিত। আরও আইনী মাধ্যমে এলাকার বকাটে ছেলেদের এবং নেশাগ্রস্ত লোক দের কে আইনী আওতায় আনা উচিত।
চায়ের দোকানে চলছে ফ্রী ফায়ার গেমস এর আড্ডা তার পাশ থেকেই চুরি হয়েছে বাইক। এসব দোকানদার কেও উচিত আইনী আওতায় আনা।