আরাফাত রহমান কোকা মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
- আপডেট সময় : ১০:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
প্রীতম কুর্মী সুজিত ( মৌলভীবাজার) প্রতিনিধিঃ
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ধলাই নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙ্গে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিলে পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক পরিবার।
ভয়াবহ এমন পরিস্থিতিতে খাদ্য সংকটে ও নানা সমস্যায় দিন কাটাচ্ছেন নিন্মআয়ের পরিবারগুলো। তলিয়ে গেছে রাস্তা ঘাট, বাসা-বাড়ি ও রান্না ঘর। জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজার সদরসহ অনেক এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট।
এ অবস্থায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
রবিবার ২৫ আগস্ট শ্রীমঙ্গলের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী সরফরাজ আহমেদ শরফু এর সার্বিক সহযোগীতায় জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন লুপ্পা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ছোট ভাই, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশের আধুনিক ক্রিকেট এর রূপকার মরহুম আরাফাত রহমান কোকা। টানা বৃষ্টি ও ধলাই নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙ্গে যাওয়ায় বন্যাদুর্গতদের মাঝে আমরা আজ ত্রাণ বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।