আমরা এখন সামাজিক নিরাপত্তা চাই অথই নূরুল আমিন
আমরা এখন সামাজিক নিরাপত্তা চাই অথই নূরুল আমিন
- আপডেট সময় : ০৩:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে
ভিক্টর বিশ্বাস চিতা
স্টাফ রিপোর্টারঃ
আমরা সবাই মানুষ। আমরা সামাজিক ভাবে বসবাস করতে চাই। জান ও সম্পদের নিরাপত্তা চাই। আজকে সমাজ বড় অশান্ত।
আমরা যেন একজন অন্যজনের ক্ষতিসাধন করে চলেছি। কোথায়ও কেউ নিরাপদ নই। তাহলে আমরা সুখী হবো কি ভাবে?
এক প্রতিবেশী যদি আরেক প্রতিবেশীর ক্ষতির কারণ হই। তাহলে নিরাপদ কোথায়।
কোথায় সামাজিক সৌন্দর্য? আমরা দেশ স্বাধীনের পঞ্চাশ বছরেও যৌতুক প্রতিরোধ করতে পারিনি। কৃষকের গোয়ালের গরু চুরি প্রতিরোধ করতে পারিনি।
দেশের প্রতিটা ঘরে আজ বিভিন্ন শ্রেণির দুষ্ট অমানুষের বসবাস। এখানে কেউ চোর। কেউ চোরের লিডার। কেউ চোরের জামিনদার।
প্রতিদিন দেশের মিডিয়ায় ফেসবুক অনলাইনে শত শত অঘটনার খবর পাওয়া যায়।
আমাদের দেশের সুশীল সমাজের মুখে রাজনীতি নিয়ে মুখ ভর্তি আলোচনা শোনা যায়।
রাজনীতি নেতাদের মুখস্ত ভাষণ শুনলে মনে ওরা ঝগড়া করছে। যেমন বেসুরা ভাষণ তেমনি অসভ্যতা কথায় আচরণে।
একটু গভীরে চিন্তা করলে দেখা যায়। পৃথিবীতে মনে হয় আমরাই এক চরম অসভ্য জাতি।
এখানে কিন্তু সবকিছুই রয়েছে। যেমন রয়েছে আইন তেমনি রয়েছে আদালত।
এর পরে পঞ্চায়েত তো আছেই। আসুন আমরা সবাই ভালো হই। আমরা ভালো হলেই ফিরে আসবে সমাজে সামাজিক নিরাপত্তা।
আজকে বিশেষ করে সর্বক্ষেত্রে মানুষে মানুষে সৃষ্টি সমস্যা গুলো গোটা জাতির মনে আতঙ্ক বিরাজ করছে।
মনে হচ্ছে কেউ নিরাপদে নই। একজন মানুষের শত্রু আরেকজন মানুষ। রয়েছে কৌশলী প্রতারণা।
রয়েছে বিশ্বাস ভঙ্গের মতো জগণ্য অপরাধ। রয়েছে চুরি ডাকাতি ছিনতাই।
এছাড়া রয়েছে আপন গৃহে কোন্দল। কলহ। রয়েছে বেকারত্ব। অনেকের রয়েছে রোগ শোক সহ নানাবিধ সমস্যা।
একজন মানুষ আরেকজন মানুষের সহায়ক হোক এই কামনা রইল।