আবারও বড়োসড়ো ভাঙ্গন কংগ্রেসে
বেবি চক্রবর্ত্তী:- আবারও বড়োসড়ো ভাঙ্গন কংগ্রেসে। এবার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের হাত ধরে ইংরেজবাজারের শোভা নগর অঞ্চলের কংগ্রেসের দাপুটে নেতা পাপ্পু সিং সহ প্রায় শতাধিক কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিনের এই যোগদান কর্মসূচিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারীরা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজ আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। কংগ্রেসের থেকে আমরা কোন মর্যাদা পাচ্ছি না এবং মানুষের জন্য যে কাজ করব সেই কাজ আমরা করতে পারছি না। তাই আজ কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। অপরদিকে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জানান মুখ্যমন্ত্রীর উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আজ কংগ্রেস নেতা সহ ১০০ জন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।