আধুনিক পশ্চিম চর উমেদ ইউনিয়ন গড়তে বদ্ধপরিকর চেয়ারম্যান প্রার্থী দুলাল ফরাজি
- আপডেট সময় : ০৭:৫১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
নুরুল আমিন,
বিশেষ প্রতিনিধি :
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন দুলাল ফরাজি জনকল্যাণের স্বপ্ন বুকে নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন আনোয়ার হোসেন দুলাল ফরাজি। তিনি আশা প্রকাশ করেন, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করলে তিনি সকলের ঘরে ঘরে সেবা পৌঁছে দিবেন। তিনি আধুনিক, ডিজিটাল ও স্মার্ট পশ্চিম চর উমেদ ইউনিয়ন গড়ে তুলবেন।
চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন দুলাল ফরাজি বলেন, বিগত দিনে আমি জনগণের সাথে ছিলাম। সেবা করেছি, বিপদে আপদে মানুষের ডাকে সাড়া দিয়েছি। মানুষের কল্যাণে কাজ করেছি। পশ্চিম চর উমেদ ইউনিয়নবাসীদেরকে আমি অনেক ভালোবাসি, তারাই আমার আপনজন। জীবনের শেষদিন পর্যন্ত তাদের সাথে মিলেমিশে থাকতে চাই। তাদের সেবক হয়েই বাকিটা জীবন কাটাতে চাই। আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ আমি জনগণের সার্বিক সহযোগিতায় আমার ইউনিয়নকে নিয়ে যেতে চাই আধুনিকতার উচ্চ শিখরে।