আগামী ২৮ জানুয়ারী বদরপুরী (রহ.) এর ইসালে সাওয়াব মাহফিল
আগামী ২৮ জানুয়ারী বদরপুরী (রহ.) এর ইসালে সাওয়াব মাহফিল
- আপডেট সময় : ১১:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ১৫১ বার পড়া হয়েছে
নোমান আহমদ
জুড়ী প্রতিনিধিঃ
কুতবুল আউলিয়া শাহসুফি হযরত আবু ইউসুফ মুহাম্মদ ইয়াকুব ছাহেব বদরপুরী (রহ.) এর ৬৫তম ইসালে সাওয়াব মাহফিল বাস্তবায়নে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৮জানুয়ারী ২০২৪ইং রবিবার মাহফিলের তারিখ নির্ধারন করা হয়।
দুপুর ২.০০ টার দিকে কুলাউড়ার আলালপুর আলহাজ্ব আত্তর খাঁন হাফিজিয়া মাদরাসা ও এতিম খানা হলরুমে আজিমুশ্বান জলছা মাহফিল সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সফল করার লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলীর সভাপত্বিতে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক খাঁন সাহেদের পরিচালনায় উপস্থিত ছিলেন ফুলতলী ছাহেব কিবলা (রহঃ)’র খলিফা হাফিজ মোঃ মহসিন খাঁন, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ শিপার উদ্দিন আহমদ, ফুলতলী ছাহেব কিবলা (রহঃ)’র খলিফা সফরাজ আলী পাখি মিয়া, উপজেলা আলইসলাহর সভাপতি হযরত মাওলানা আব্দুল জব্বার, স্থানীয় আলইসলাহ এবং তালামীযের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।