আওয়ামী লীগের নৈরাজ্য এবং সন্ত্রাস চাঁদাবাজি ও দালালদের বিরুদ্ধে ৯ নং কাচিনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ১২:৩৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

মামুন হাসান:বিশেষ প্রতিনিধি
ভালুকা উপজেলায় ৯ নং কাচিনা ইউনিয়ন চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে, সাবেক সভাপতি ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হালিম মোল্লার,নেতৃত্বে সমাবেশে হয়।
বক্তারা বলেন, উপজেলা বিএনপির কোনো নেতার নামে বা অন্য কারও নামে চাঁদাবাজি বন্ধে তারা ঐক্যবদ্ধ।
কাচিনা ইউনিয়নে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। তারা শান্তি ও সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাবেন।
দুষ্কৃতকারীরা বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী ও নৈরাজ্যকর কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
গত ১৬ বছরের দু:শাসনের অবসান হয়েছে। আজ মানুষ স্বাধীন। কোন সন্ত্রাস চাঁদাবাজির স্থান এই কাচিনা ইউনিয়ন হবেনা। দখলবাজ দস্যুতার স্থান কাচিনা ইউনিয়ন জনপদে হবেনা। অভিলম্বে সন্ত্রাসী, চাঁদাবাজ ও খুনী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে
এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিএনপির সদস্য রাজ্জাক এম এ,সাবেক কাচিনা ইউনিয়ন বিএনপি সহ সভাপতি সোহরাব হোসেন মন্ডল, সাবেক ছাত্রদলের সভাপতি ও বিএনপি নেতা ইব্রাহিম খলিল, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ইমরুল তালুকদার, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, এবং ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বুলবুল,ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশরাফুল ইসলাম, ভালুকা উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ফারুক হোসেন, যুবদল নেতা ইঞ্জিনিয়ার সোহেল রানা, একাব্বর হোসেন মন্ডল, ভালুকা উপজেলা ছাত্রদলের সদস্য হুমায়ূন আহমেদ, সোনার বাংলা ডিগ্রী কলেজের সদস্য সচিব ফরহাদ রেজা,কৃষক দলের সদস্য সচিব হান্নান,স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন, মোফাজ্জল,শরিফ মন্ডল কাচিনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ মোল্লা, সাধারণ সম্পাদক শাহিন মন্ডল, শ্রমিক দল নেতা রমজান শেখ, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান উদয়,ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক বিজয় মন্ডল, আইন বিষয়ক সম্পাদক আনিস, যুবদল নেতা রুকন, উজ্জ্বল,সহ অনেকেই।