বেবি চক্রবর্তী: বর্ধমান :- পূর্ব বর্ধমানের কেতুগ্রামের সংস্কৃতি লোকমঞ্চে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'বাংলার মুখ্যমন্ত্রী' বলে বসেন কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনাওয়াজ মণ্ডল।
বিজয়া সম্মেলনীর মঞ্চে দাঁড়িয়ে এদিন কেতুগ্রামের জোড়াফুল বিধায়ক বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দুর্গাপুজো, কালীপুজোর পাশাপাশি আমরা ধুমধাম করে ঈদও পালন করব'। শেখ শাহনাওয়াজের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা।
কেতুগ্রামের বিধায়ক এই মন্তব্য করার পরেই অবশ্য মঞ্চে উপস্থিত বাকি নেতৃত্বরা ঈশারায় বোঝাতে থাকেন তিনি মুখ্যমন্ত্রীর নাম ভুল বলেছেন। এরপর নিজের ভুল শুধরে নেন তিনি। অভিষেক নন, বরং এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই নাম নেন।
শেখ শাহনাওয়াজ বলেন, 'আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে এগিয়ে নিয়ে প্রত্যেক মুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন। অথচ মহিষাসুরের দল সমগ্র রাজ্য জুড়ে বিশৃঙ্খলা তৈরি করছে'। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের আরও বেশি সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
এদিকে জানা যাচ্ছে, বিজয়া সম্মেলনীর মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ভুল বলা প্রসঙ্গে পরবর্তীতে আর কোনও প্রতিক্রিয়া দিতে চাননি কেতুগ্রামের বিধায়ক। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।